হোম > খেলা > ফুটবল

নেইমার পেনাল্টি মিস করলেও সহজ জয় পেয়েছে আল হিলাল 

আল হিলালের ম্যাচ মানেই যেন আলোচনায় নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে গত রাতটা ছিল ‘অম্লমধুর’। গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি ঠিকই। তবে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন তিনি। আল হিলালও হেসেখেলে জয় পেয়েছে।

প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিখে মুখোমুখি হয়েছিল আল হিলাল ও আল শাবাব। এই ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল আল হিলালের সামনে। ৩৭ মিনিটে পেনাল্টি নিয়েছিলেন নেইমার। তবে দুর্দান্তভাবে গোল সেভ করেছেন আল শাবাবের গোলরক্ষক কিম সিউং গিউ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

এ ছাড়া এই ম্যাচে সমানে সমানে লড়াই করেছিল দুই দল। আল হিলাল বল দখলে রেখেছিল ৪৯ শতাংশ। আর ৫১ শতাংশ বলের দখল ছিল আল শাবাবের। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে এগিয়ে ছিল আল হিলাল। আল হিলালের ছিল ৮ শট একটি ১টি শট করেছিল আল শাবাব। আর ম্যাচের প্রথম গোল আল হিলাল করে ৬৮ মিনিটে। নেইমারের অ্যাসিস্টে গোল করেন কালিদু কৌলিবালি। এরপর ৭৬ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোল করেন আলেকজান্ডার মিত্রোভিচ। শেষ পর্যন্ত আল শাবাবকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল। 

ম্যাচ জয়ের পর টুইটারে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘দারুণ ম্যাচ খেলেছি আমরা।’ ২-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল হিলাল। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৯। ৮ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, হার ও ড্র ১টি করে। আল ইত্তিহাদে খেলছেন করিম বেনজামা।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর