হোম > খেলা > ফুটবল

ইতিবাচক থেকে আশার বার্তা দিলেন হামজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজের খেলাটা ঠিকঠাকই খেললেন হামজা চৌধুরী। আক্রমণ ঠেকানোর পাশাপাশি চেষ্টা করেছেন গোলের জন্যও। কিন্তু দিনশেষে ফুটবল সম্মিলিত খেলা। সেই খেলায় গতকাল পরাজিত দলেই থাকতে হয়েছে হামজাকে।

জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের জয় দেখতে এসেছিলেন হাজারো সমর্থক। কিন্তু ২–১ গোলের হার দেখে ছাড়তে হয় গ্যালারি। সেই হতাশ হওয়া সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা।

হামজার আগমনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দেশের ফুটবল। লক্ষ্য রাখে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। কিন্তু ভারতের বিপক্ষে ড্রয়ের পর, সিঙ্গাপুরের কাছে ঘরের মাটিতে হার পথটা কঠিন করে দিল। তবে ইতিবাচক থাকতে বললেন হামজা।

হারের হতাশা নিয়ে সামাজিক মাধ্যমে হামজা লিখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম,তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি!! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশা আল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’

এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন তিনে। সবার ওপরে আছে সিঙ্গাপুর, দুইয়ে আছে হংকং। আর নিচে ভারত। আগামী অক্টোবরের উইন্ডো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। হংকংয়ের বিপক্ষে দেশের মাঠে ও প্রতিপক্ষের মাঠে ৫ দিনের ব্যবধানে খেলবেন হামজারা।

মেসি ভারতে আর কত দিন থাকবেন

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ