হোম > খেলা > ফুটবল

ক্যানসারে আক্রান্ত ডাচ কোচ লুই ফন গাল

দুই দিন আগেই বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। কাতার বিশ্বকাপ সামনে রেখে দলগুলো এখন নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। এর মধ্যে দুঃসংবাদ পেল নেদারল্যান্ডস। দলটির কোচ লুইস ফন গাল ক্যানসারে আক্রান্ত।

ডাচ টিভি অনুষ্ঠান 'উমবের্তো'তে এই খবর নিজেই জানিয়েছেন ফন গাল। জানিয়েছেন, প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়ছেন। এর মধ্যে নাকি ২৫ বার রেডিয়েশন থেরাপিও নেওয়া হয়ে গেছে তাঁর!

এত দিন বিষয়টি নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলেন ফন গাল। এমনকি, নিজের শিষ্যদেরও জানাননি এই খবর। তাঁর কাছে মনে হয়েছে, আগে আগে জানিয়ে শিষ্যদের মধ্যে ভীতি সঞ্চার করার কোনো মানেই হয় না।

ওই অনুষ্ঠানে ফন গাল বলেন, 'প্রোস্টেট ক্যানসারে আপনি মরবেন না। অন্তত ৯০ শতাংশ ক্ষেত্রে তো বটেই। আসলে এই ক্যানসারের কারণে অন্যান্য সুপ্ত রোগ মাথাচাড়া দিয়ে উঠলে সেটাই যন্ত্রণা দেয়। আমার এই ক্যানসারটা বেশ বাজে ধরনের। এরই মধ্যে ২৫ বার রেডিয়েশন থেরাপি দিতে হয়েছে। আবার দল ম্যানেজ করার দায়িত্ব পালন করতে হয়েছে।'

গত ইউরোর বাজে ফলের পর ফ্রাঙ্ক ডি বোরেকে সরিয়ে ফন গালকে তৃতীয়বারের মতো নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ করা হয়। তৃতীয় দফায় গত বছর নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পর দলকে ৯ ম্যাচের মধ্যে ৬ ম্যাচ জিতিয়েছেন, বাকি তিন ম্যাচ ড্র হয়েছে। তাঁর অধীনে বেশ ভালোই ছন্দে আছে নেদারল্যান্ডস।

১৯৯৪-৯৫ মৌসুমে ডাচ ক্লাব আয়াক্সকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েছেন তিনি। তার অধীনে ২০১৪ সালের বিশ্বকাপে তৃতীয় হয়েছিল নেদারল্যান্ডস। বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের দায়িত্বেও দেখা গিয়েছে তাঁকে।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী