হোম > খেলা > ফুটবল

মেসির রেকর্ড স্পর্শ করলেন ভিনিসিয়ুস

চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপা জয়ের কীর্তি আগে থেকেই ছিল রিয়াল মাদ্রিদের দখলে। গতকাল লস ব্ল্যাঙ্কোসদের নামের পাশে আরেকটি পালক যুক্ত হয়েছে। রেকর্ড ১৫ ট্রফি জিততে গতকাল ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। 

রিয়ালের হয়ে গোল দুটি করেছেন—দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৮৩ মিনিটের গোলে লিওনেল মেসির একটা কীর্তিতে ভাগ বসিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের নকআউট পর্বে মেসির গোল এবং অ্যাসিস্টের সংখ্যা হচ্ছে ২২। নামের পাশে সংখ্যাটা বসাতে ১৬৩ ম্যাচ খেলতে হয়েছে আটবারের ব্যালন ডি অর জয়ীকে। 

সেখানে মেসির কীর্তি স্পর্শ করতে ভিনিসিয়ুসের লেগেছে মাত্র ৫৬ ম্যাচ। অর্থাৎ, ১০৭ ম্যাচ কম খেলেই মেসির নকআউট পর্বের গোল ও অ্যাসিস্টের সংখ্যা স্পর্শ করেছেন ভিনি। নকআউটে ১১ গোলের বিপরীতে সমান ১১ অ্যাসিস্ট করেছেন তিনি। 

তবে সব মিলিয়ে হিসেবে করলে মেসির চেয়ে যোজন যোজন দূরত্বে আছেন ভিনি। ৫৬ ম্যাচে গোলে অবদান রেখেছেন ৪৩টি। যার মধ্যে ২১টি গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২টি। অন্যদিকে মেসি করেছেন ১২৯ গোল এবং সহায়তা করেছেন ৪৫টি। 

বয়স ২৪ হওয়ার আগেই যেভাবে ছুটছেন ভিনি সামনে নিশ্চিতভাবেই আরও অনেক কীর্তি বা রেকর্ড নিজের করে নেবেন তা না বললেও চলে। তাঁর প্রতিভার কারণে ইতিমধ্যে তাঁকে বর্তমান সময়ের সেরা তিন ফুটবলারের একজন বলে মনে করেন স্বদেশি কিংবদন্তি রিভালদো।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার