হোম > খেলা > ফুটবল

রোনালদোর ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক    

দুই বছর ধরে আল নাসরে খেলছেন রোনালদো। ছবি: এএফপি

ক্লাব বিশ্বকাপে ৩২টি দলই চূড়ান্ত। সেখানে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। তবুও ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু কীভাবে?

ইনফান্তিনোর কথা অবশ্য এখনই হাওয়ায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি ৩০ জুন পর্যন্ত। চুক্তি বাড়ানোর তেমন কোনো ইঙ্গিত মিলছে না দুই পক্ষের কাছ থেকে। তবে ফিফা সভাপতি জানালেন নতুন ক্লাব খুঁজছেন রোনালদো।

কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘রোনালদো হয়ে ক্লাব বিশ্বকাপে কোনো একটি ক্লাবের হয়ে খেলতে পারে। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে তার। কে জানে, ক্লাব বিশ্বকাপের কোনো ক্লাব তার প্রতি আগ্রহ দেখায় কি না।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, রোনালদো দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে এক ব্রাজিলিয়ান ক্লাব। ধারণা করা হচ্ছে সেটি হতে পারে বোতাফোগো। ক্লাব বিশ্বকাপ খেলতে যাওয়া চার ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে অন্যতম তারা। তবে ক্লাবটির কোচ রেনাতো পাইভা বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তবে কোচ হিসেবে আমি সবসময় সেরাটা চাই। রোনালদো এই বয়সেও একজন গোল স্কোরিং মেশিন। যদি সে আসতে চায় তাকে না বলতে পারি না।’

আগমী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। সেজন্য ১-১০ জুন পর্যন্ত দলবদলের বাড়তি সময় নির্ধারণ করেছে ফিফা। যাতে করে ক্লাবগুলো দল গোছানোর সময় পায়।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী