হোম > খেলা > ফুটবল

রিয়ালে দ্বিতীয় অধ্যায়ের ইতি টানলেন জিদান


ঢাকা: জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ ছাড়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল কদিন ধরে। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। লস ব্লাঙ্কোসদের দায়িত্বে আর থাকছেন না এই ফরাসি কিংবদন্তি। রিয়ালও জিদানের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

জিদানের মাদ্রিদ ছাড়ার গুঞ্জন প্রথম শোনা যায় জানুয়ারি মাসে। সে সময় সিডি আলকোয়ানোর কাছে হেরে কোপা দেল রে থেকে ছিটকে পড়েছিল রিয়াল। চোট আর করোনায় জর্জরিত দলকে অবশ্য চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন জিদান। সবশেষ লা লিগায় মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত শিরোপা সম্ভাবনা জিইয়ে রেখেও ফিরতে হয়েছে খালি হাতে।

নিজের কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো শিরোপাহীন মৌসুম পার করলেন জিদান। জিদান অবশ্য লা লিগার শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, তাঁকে ছাড়াও ভালো করতে পারে রিয়াল।

রিয়ালে দুই দফা দায়িত্ব পালন করে দারুণ সাফল্য পেয়েছেন জিদান। তাঁর হাত ধরেই বার্নাব্যুতে আসে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা। পাশাপাশি রিয়ালের হয়ে দুইবার করে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার এবং ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি।

জিদান রিয়াল ছাড়লেও পরের গন্তব্য কোথায় হতে পারে সে বিষয়ে কোনো ইঙ্গিত মেলেনি। অন্যদিকে রিয়ালে জিদানের বিকল্প হিসেবে শোনা যাচ্ছে সদ্য ইন্টার মিলান ছাড়া অ্যান্তোনিও কন্তে, ক্লাব কিংবদন্তি রাউল গঞ্জালেস এবং অভিজ্ঞ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির নাম।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ