হোম > খেলা > ফুটবল

তবে কি ফেব্রুয়ারি উইন্ডো ফাঁকাই যাবে

আজকের পত্রিকা ডেস্ক­

সাফজয়ী বাংলাদেশ নারী দল। ফাইল ছবি

গত ডিসেম্বরে শোনা গিয়েছিল নতুন বছরের ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই হিসেবে দুই দেশকে আমন্ত্রণও জানায় বাফুফে। কিন্তু ফেব্রুয়ারির উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা এখন ক্ষীণ।

আজ বাফুফের নারী ফুটবল উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারিতে খেলতে চেয়েছিলাম। কিন্তু নানান কারণে খেলা হচ্ছে না। তাই মার্চে ম্যাচ খেলতে চাই।’

কিরণের কথা যদি সত্যি হয় তাহলে ফেব্রুয়ারিতে আর মাঠে নামা হচ্ছে না সাবিনাদের। এরপর ফিফা উইন্ডো ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল। এই সময়ে দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। সেটা যদি কাজে লাগাতে পারে বাফুফে, অন্তত মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের আগে একটা প্রস্তুতি তো হবেই।

এ দিকে লম্বা ছুটি শেষে নারী দল ক্যাম্পে ফিরছে ১৫ জানুয়ারি। কোচ হিসেবে থাকবেন ইংল্যান্ডের পিটার বাটলারই। তবে তিনি আসবেন ফেব্রুয়ারিতে। আর ২৩ জুন থেকে শুরু এশিয়ান কাপের বাছাই পর্ব। তার আগে চারটি ফিফা উইন্ডো পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই চার উইন্ডোতে পর্যায়ক্রমে নয়টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে মেয়েদের।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের