হোম > খেলা > ফুটবল

মিয়ামির অধিনায়ক মেসি

ইন্টার মিয়ামির হয়ে অভিষেকটা দুর্দান্তভাবে রাঙিয়েছেন লিওনেল মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে ৫৪ মিনিটে মাঠে নেমে অধিনায়কত্বের বাহুবন্ধনীও পরেছিলেন আর্জেন্টাইন তারকা। সেদিনই বোঝা গিয়েছিল নেতৃত্বের ভারটা তাঁর কাঁধেই থাকছে।

গতকাল সেটা নিশ্চিতও করেছেন মিয়ামির কোচ টাটা মার্টিনো। আগামীকাল ভোরে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে মিয়ামি খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে মেসির অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ।

ম্যাচে মেসি অধিনায়কত্ব থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্টিনো বলেছেন, ‘অবশ্যই, শেষ ম্যাচেও সে আমাদের অধিনায়ক ছিল। মেসি–বুসকেতস উভয়ই খুব সম্ভবত আরও বেশি সময় খেলবে ম্যাচে। সেটা শুরু থেকে হতে পারে। তবে সবকিছু তাদের ওপর নির্ভর করবে। এটি তাদের মাত্র দ্বিতীয় ম্যাচ হবে।’

ক্রুজের বিপক্ষে অভিষেক ম্যাচে ৯৪ মিনিটে গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ফ্রি কিকটি ছিল চোখে লেগে থাকার মতো। সাতবারের ব্যালন ডি অরজয়ীর অবিশ্বাস্য গোলেই ম্যাচ জয় পায় মিয়ামিও। মেসির ট্রেডমার্ক ফ্রি কিক নিয়ে মার্টিনো বলেছেন, ‘তার কাছ থেকে এমন ফ্রি কিক সচরাচরই পাওয়া যায়। কারণ এটি অভ্যাসগত। তাই আমরা সাধারণ নয়, এমন কিছুকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি।’

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী