হোম > খেলা > ফুটবল

আবাহনীকে জিততে দেয়নি ব্রাদার্স

আজকের পত্রিকা ডেস্ক­

পয়েন্ট টেবিলের দুইয়ে আছে ঢাকা আবাহনী। ছবি: বাফুফে

জিতলে একে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ব্যবধান কমাতে পারত ঢাকা আবাহনী। কিন্তু আজ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করায় তেমন কিছু আর হলো না। অবশ্য টেবিলের দুইয়ে থেকেই প্রথম লেগ শেষ করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

শীর্ষে থাকা মোহামেডানের অর্জন ৯ ম্যাচে ২৪ পয়েন্ট। আর আবাহনীর বর্তমান পয়েন্ট ৯ ম্যাচে ২০। আপাতত এক আর দুইয়ের মাঝে চার পয়েন্টের তফাৎ। এ দিকে আবাহনীকে আটকে এক পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ব্রাদার্সও। পাঁচে থাকা দলটির পাশে এখন ৯ ম্যাচে ১৫ পয়েন্ট। সমান পয়েন্ট থাকার পরও গোল ব্যবধানের কারণে চারে আছে রহমতগঞ্জ। আর ১৭ পয়েন্ট নিয়ে তিনে থেকে লেগ শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

একইদিন আরেক ম্যাচে অবশ্য গোল দেখেছেন দর্শকেরা। কিংস অ্যারেনায় এ দিন চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ম্যাচের ৩৪ মিনিটে ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন গাম্বিয়ান ডিফেন্ডার ঈসা। এই জয়ে সাত থেকে ছয়ে উঠে গেল ফর্টিস। তাদের অর্জন ৯ ম্যাচে ১১ পয়েন্ট। আর সাতে নামল পুলিশ এফসি। প্রথম লেগে যারা ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট জমা করেছে।

প্রথম লেগ শেষে শীর্ষ গোলদাতার আসনটা নিজের দখলে রেখেছেন রহমতগঞ্জে খেলা ঘানার সেন্টার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। লিগে ৯ ম্যাচ খেলে ১১ গোলের সঙ্গে চার অ্যাসিস্ট করেছেন তিনি। এরপর আরেক বিদেশি সেনে। চলমান মৌসুমে ব্রাদার্সের হয়ে খেলা সেনেগালের এই মিডফিল্ডার করেছেন ৭ গোল। তার সমান গোল করেছেন পুলিশ এফসির আল আমিনও।

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের

প্রিমিয়ার লিগে গোলের ‘সেঞ্চুরিতে’ দ্রুততম হালান্ড

আতলেতিকোর বিপক্ষে বার্সার জয় ‘মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি’