হোম > খেলা > ফুটবল

নিয়ম রক্ষার ম্যাচেও বিশ্রাম নেই মেসির

ঢাকা: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে কাল ভোরে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মেসিদের জন্য এটি শুধুই নিয়ম রক্ষার ম্যাচ। তবে এই ম্যাচেও লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

সোমবার গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচে এর প্রভাব হারে হারে টের পেয়েছে সেলেসাওরা। সে কারণেই কিনা স্কালোনি নিয়ম রক্ষার ম্যাচেও কোনো ঝুঁকি নিতে চান না। আর দারুণ ছন্দে আছেন মেসি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিজে গোল করেছেন। উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোল করিয়েছেন। প্রথম দুই ম্যাচেই ম্যাচসেরা খেলোয়াড়ও আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচের আগেও শোনা যাচ্ছিল মেসিকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচে অবশ্য ঠিকই শুরুর একাদশে ছিলেন মেসি। ম্যাচশেষে স্কালোনি বলেছিলেন, সেদিন মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা ছিল তাঁর। কিন্তু দলের সেরা তারকার ওপর অতিনির্ভরতায় মেসিকে শুরুর একাদশে না রেখে পারেননি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ধারণা করা হচ্ছিল, মেসিকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। তবে সব গুঞ্জন উড়িয়ে স্কালোনি নিশ্চিত করেছেন, বলিভিয়ার বিপক্ষে ম্যাচেও মেসি শুরুর একাদশে থাকবেন।

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি