হোম > খেলা > ফুটবল

এবার গণ অবসরের হুমকি সাফজয়ী নারী ফুটবলারদের

আজকের পত্রিকা ডেস্ক­

কোচ পিটার বাটলার থাকলে সম্মান নিয়ে ফুটবলকে বিদায় জানাতে চান তারা। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরে চলা কোচ পিটার বাটলারের সঙ্গে নারী দলের ফুটবলারদের বিদ্রোহ বেশ জটিল আকার ধারণ করেছে। এবার গণ অবসরের হুমকি দিলেন সাফজয়ী নারী ফুটবলাররা। আজ বাফুফে ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমন ঘোষণাই দিয়ে রাখলেন সাবিনা খাতুন, মনিকা চাকমাসহ ১৮ ফুটবলার।

আজ সকালে বাটলার জিম সেশন আয়োজন করলে তাতে বাফুফে ভবনে অবস্থিত ক্যাম্পে থাকা ২৯ খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জন অংশ নেন। সন্ধ্যার পর বাকি ১৭ জন ভবনের নিচে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি লিখিত বক্তব্য দেন।

‘নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যুতে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যত অভিযোগ’ শিরোনামের এই বক্তব্যে একযোগে পদত্যাগের (মূলত অবসর) ঘোষণা দেন তাঁরা। এতে সই করেন সাবিনা, মনিকা, সানজিদা, ঋতুপর্ণা, মাসুরাসহ ১৭ সিনিয়র ফুটবলার।

এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও বাটলারের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের গুঞ্জন রটেছিল। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়।

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি