হোম > খেলা > ফুটবল

লাল কার্ডে বিদায় পিকের

ক্যারিয়ারের শেষ ম্যাচটা সুখকর হলো না জেরার্ড পিকের। গতকাল ওসাসুনার বিপক্ষে মাঠে নামার আগেই লাল কার্ড দেখেছেন তিনি। তাই বিদায়ী ম্যাচে আক্ষেপ নিয়েই ক্যারিয়ার শেষ করতে হলো বার্সেলোনা কিংবদন্তিকে। এর আগে অবশ্য ন্যু ক্যাম্পে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। 

ব্যক্তিগত আক্ষেপে ক্যারিয়ার শেষ হলেও সতীর্থরা পিকেকে শেষ ম্যাচে জয় উপহার দিয়েছেন। ওসাসুনার মাঠে প্রথমে পিছিয়ে পড়েও শেষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। জয় নিয়ে বিশ্বকাপের বিরতিতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। 

ওসাসুনার বিপক্ষে গতকাল শুরুর একাদশে পিকেকে রাখেননি কোচ জাভি হার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে তাঁকে নামাতেন ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন বার্সা কোচ। কিন্তু তার আগেই রেফারির সঙ্গে বাদানুবাদে লাল কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার। জাভি বলেছেন, ‘আজ (গতকাল) মাঠে খেলত পিকে। কেননা, আন্দ্রেস ক্রিস্টেনসেন চোট থেকে ফিরেছে আর এরিক গার্সিয়া অস্বস্তিতে ছিল।’ 

পিকে লাল কার্ড দেখেন রবার্ট লেভানডোফস্কিকে লাল কার্ড দেখানোর বিষয় নিয়ে। লেভার মাঠ ছাড়ার সময় রেফারির সিদ্ধান্তে ডাগআউটে অখুশি ছিলেন সাবেক স্প্যানিশ ডিফেন্ডার। তাই বিরতিতে যাওয়ার সময় রেফারি গিল মানজানোর সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। গিলের উদ্দেশে এ সময় বার্সা ডিফেন্ডার বলতে থাকেন, আপনি কাকে লাল কার্ড দেখিয়েছেন জানেন? আরও অকথ্য ভাষায়ও কথা বলেছেন তিনি। এমনকি দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগেও দেখা গেছে টানেলে রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। 

৬১৬ ম্যাচের বার্সা ক্যারিয়ারে এটি ১১তম লাল কার্ড পিকের। আর লেভার ক্যারিয়ারে দ্বিতীয়। পোলিশ স্ট্রাইকারের লাল কার্ডের পরও বার্সা ম্যাচ জিতেছে। ছয় মিনিটে ডিফেন্ডার ডেভিড গার্সিয়ার গোলে বিরতিতে যায় ওসাসুনা। দ্বিতীয়ার্ধে গোলটি শোধ দিতে বেশি সময় নেয়নি ১০ জনের বার্সা। ৪৮ মিনিটে সমতায় ফেরান পেদ্রি। আর শেষ দিকে ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেন রাফিনহা। 

এই জয়ে বিশ্বকাপের বিরতিতে যাওয়ার আগে বার্সার শীর্ষে থাকা নিশ্চিত। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্টে সবার ওপরে তারা। তালিকার দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট লস ব্ল্যাংকোসদের। 

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক