হোম > খেলা > ফুটবল

১১ বছরের ছেলেকে নিয়ে পেশি দেখালেন রোনালদো

নিজের মতো করেই ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়ারকে গড়ে তুলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ১১ পেরোনোর আগে ছেলেও ঠিকঠাকভাবে বাবার পদাঙ্ক অনুসরণ শুরু করেছেন। এবার আদুল গায়ে বাপ-বেটা একসঙ্গে পেশিও দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন রোনালদো নিজেই।

মৌসুমটা ভালো যায়নি রোনালদোর। ব্যক্তিগতভাবে কিছু অর্জন থাকলেও, দলীয় অর্জন একেবারেই শূন্য রোনালদোর। তবে সময় যেমনই কাটুক, অনুশীলনে বরাবরই মনোযোগী রোনালদো। ফাঁকা সময়ে হয়তো ছেলে জুনিয়র রোনালদোকে নিয়েই নেমে পড়েছিলেন অনুশীলনে। এরপর নিয়েছেন ক্রায়োথেরাপিও। মূলত খেলা বা অনুশীলনের পর আঘাত সারানোর জন্য শরীরে নেওয়া একধরনের শীতলীকরণ থেরাপি হলো ক্রায়োথেরাপি। 

এ সময় নিজেদের আদুল গায়ে পেশিবহুল ছবিও শেয়ার করেছেন রোনালদো। যার ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছেলের সঙ্গে সেরে ওঠার সময়।’ জুনিয়র রোনালদোর দিকে তাকালেও বোঝা যাবে সেও বাবার পথ অনুসরণ করে তৈরি হচ্ছে। 

২০২০ সালে একবার অবশ্য ছেলেকে নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন রোনালদো। বলেছিলেন, ছেলে যে ধরনের খাবারকে গুরুত্ব দেয় সে জন্য সে এলিট ফুটবলার হওয়ার জন্য প্রস্তুত নয়। রোনালদো বলেন, ‘কখনো কখনো সে কোকা-কোলা এবং ফান্টা পান করে। সে জানে এগুলো আমি পছন্দ করি না।’ 

তবে সেই পথ ছেড়ে ছেলে জুনিয়র রোনালদো যে বাবার পথে হাঁটতে শুরু করেছে তা এ ছবিতেই স্পষ্ট হওয়া যাচ্ছে।

ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত পড়ুন:

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া