হোম > খেলা > ফুটবল

ডিমকে পেছনে ফেলে ইনস্টাগ্রামে মেসির রেকর্ড

২৪ ঘণ্টা পার হতেই ইনস্টাগ্রামে রেকর্ড গড়ল লিওনেল মেসির হাতে ‘সোনার ট্রফি’র ছবি। বিশ্বকাপ জেতার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ট্রফি জয়ের একটি ছবি পোস্ট করেন আর্জেন্টিনা অধিনায়ক। যে ছবিতে এ পর্যন্ত লাইক পড়েছে ৬ কোটি ২১ লাখের বেশি। ইনস্টাগ্রামের ইতিহাসে এর চেয়ে বেশি লাইক আর কোনো পোস্টে পড়েনি।

যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনারকে হারিয়ে ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে বিশ্ব রেকর্ড গড়েছিল একটি ‘ডিম’। ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামের একটি পেজে পোস্ট দেওয়া ওই ছবিতে লাইক পড়েছে ৫ কোটি ৬৮ লাখ। যা দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামের সর্বাধিক লাইকপ্রাপ্ত ছবি ছিল। দুই পায়ে অসংখ্য রেকর্ড গড়া মেসি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এবার ছবি শেয়ার করেও রেকর্ড ভাঙা-গড়ার প্রতিযোগিতায় নেমেছেন! ইনস্টাগ্রামে মেসি সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট এখন বিশ্বকাপজয়ী মেসির।

বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে বিশ্বকাপের ট্রফি হাতে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন! আমি এটা অনেকবার স্বপ্ন দেখেছি। আমি এটা এখনো বিশ্বাস করতে পারছি না…। যারা আমাকে সমর্থন করেছেন এবং যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’ 

মেসিকে শীর্ষে তোলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকেরা লাইক আহ্বানে নেমেছেন। যেভাবে লাইক বাড়ছে, কোথায় গিয়ে এ সংখ্যা থামে, তা–ই দেখার অপেক্ষা। ডিমের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন সমর্থকেরা। 

ডিমের ছবি থেকে মেসি সমর্থকেরা লাইক সরিয়ে নিচ্ছেন। তবে মেসির সঙ্গে আবারও আলোচনায় আসা ডিমের ছবিরও লাইকও বাড়ছে। এ ক্ষেত্রে সমর্থকেরা দাবি করছেন, মেসিকে যারা পছন্দ করেন না তারাই ডিমের লাইকের সংখ্যা বাড়ানোর জন্য মাঠে নেমেছেন। 

উল্লেখ্য, ডিমের ছবিটি ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে আপলোড দেওয়া হয়। তখন ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আসুন আমরা একসঙ্গে একটি বিশ্ব রেকর্ড গড়ি, ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক করা একটি পোস্ট তৈরি করি।’ এরপরই ছবিটিই কাইলি জেনারের ১৮ মিলিয়ন লাইকের ইনস্টাগ্রাম পোস্টকে হারিয়ে দেয়।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর