হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

৭-৮ মিনিটেই শেষ চার ক্যাটাগরির টিকিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুরু হয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। সৌজন্য ছবি

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। যদিও আজ দুপুর ১২টায় তা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরে রাত আটটায় শুরু হয় তা। টিকিট কাটার জন্য সঙ্গে সঙ্গেই টিকিফাই ডট লাইভের ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েন সমর্থকেরা। চার ক্যাটাগরির সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে ৭-৮ মিনিটে। এমনটাই জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ও বিপণন বিভাগের চেয়ারম্যান ফাহাদ করিম।

টিকিটের জন্য প্রতি মিনিটে হিট করছে এক লাখ আইডি। তাই সার্ভার ক্র‍্যাশ করেছে। যে কারণে সমর্থকেরা টিকিট কাটতে না পেরে শিকার হচ্ছেন বিড়ম্বনার। তবে আজ রাতের মধ্যেই ওয়েবসাইটটি ফিরে পাবে আগের রূপ।

সাধারণ গ্যালারির দক্ষিণ-পশ্চিম অংশের লোয়ার ও আপার, ক্লাব হাউস ওয়ান ও স্কাই ভিউয়ের টিকিট বিক্রি হয়ে গেছে ইতোমধ্যেই। আজকের পত্রিকাকে ফাহাদ করিম বলেন, ‘৭-৮ মিনিটে চার ক্যাটাগরির সব টিকিট বিক্রি হয়েছে। আসন খুবই সামান্য, কিন্তু প্রতি মিনিটে মিনিটে এক লাখ আইডি হিট করছে ওয়েবসাইটে। তাই সার্ভার ক্রাশ করেছে, সেটা পুরোপুরি ঠিক করতে হয়তো সারা রাত লাগবে।’

সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২ হাজার ৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা।

ফিফা দ্য বেস্টের পুরস্কার উঠছে কার হাতে

মেসি ভারতে আর কত দিন থাকবেন

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা