হোম > খেলা > ফুটবল

রামোসের দলে মেসির জন্য জায়গা থাকবে

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে লম্বা সময় মুখোমুখি লড়াই করেছেন সার্জিও রামোস ও লিওনেল মেসি। তবে আগামী মৌসুম থেকে লা লিগার মঞ্চে এক সঙ্গে দেখা যাবে না এই দুই তারকাকে। রিয়াল মাদ্রিদ ছেড়ে রামোস পাড়ি জমিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। শুরুতে গুঞ্জন ছিল মেসিও বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যেতে পারেন। তবে শেষ খবর হচ্ছে, বার্সার সঙ্গে মেসির পাঁচ বছরের চুক্তির বিষয়টা অনেকটাই পাকাপাকি। সব মিলিয়ে এই দুই তারকাকে এক মঞ্চে দেখার সুযোগ অনেকটাই কমে গেল। তবে রামোস জানালেন, তাঁর দলে মেসির জন্য সব সময় একটা জায়গা থাকবে।

গত মৌসুম পর্যন্ত এল ক্ল্যাসিকোতে মেসিকে ঠেকানোই ছিল রামোসের মূল কাজ। মুখোমুখি লড়াইয়ে জয় আছে দুই পক্ষেরই। তবে রামোস আর মুখোমুখি নন, মেসির সঙ্গে খেলতে চান একই দলের হয়ে। সাবেক এই রিয়াল অধিনায়ক বলেছেন, ‘আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি সব সময় বলে এসেছি, আমার দলে অবশ্যই মেসির জন্য জায়গা থাকবে।’

তবে মেসিকে না পেলেও নেইমারকে ঠিকই দলে পেয়েছেন রামোস। নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানতে চাইলে রামোস বলেন, ‘নেইমার বার্সার হয়ে খেলেছে, আর আমি রিয়ালের হয়ে। তবে তাঁর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। প্রতিদ্বন্দ্বিতার বছরগুলোতে আমরা একটা সম্পর্ক গড়ে তুলেছিলাম। সে আমাকে এখানে আসার জন্য উৎসাহমূলক বার্তা পাঠিয়েছে। এটা সব সময় দারুণ, যখন তারকারা আপনাকে আসার জন্য উৎসাহ দেয়।’

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা