হোম > খেলা > ফুটবল

রামোসের দলে মেসির জন্য জায়গা থাকবে

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে লম্বা সময় মুখোমুখি লড়াই করেছেন সার্জিও রামোস ও লিওনেল মেসি। তবে আগামী মৌসুম থেকে লা লিগার মঞ্চে এক সঙ্গে দেখা যাবে না এই দুই তারকাকে। রিয়াল মাদ্রিদ ছেড়ে রামোস পাড়ি জমিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। শুরুতে গুঞ্জন ছিল মেসিও বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যেতে পারেন। তবে শেষ খবর হচ্ছে, বার্সার সঙ্গে মেসির পাঁচ বছরের চুক্তির বিষয়টা অনেকটাই পাকাপাকি। সব মিলিয়ে এই দুই তারকাকে এক মঞ্চে দেখার সুযোগ অনেকটাই কমে গেল। তবে রামোস জানালেন, তাঁর দলে মেসির জন্য সব সময় একটা জায়গা থাকবে।

গত মৌসুম পর্যন্ত এল ক্ল্যাসিকোতে মেসিকে ঠেকানোই ছিল রামোসের মূল কাজ। মুখোমুখি লড়াইয়ে জয় আছে দুই পক্ষেরই। তবে রামোস আর মুখোমুখি নন, মেসির সঙ্গে খেলতে চান একই দলের হয়ে। সাবেক এই রিয়াল অধিনায়ক বলেছেন, ‘আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি সব সময় বলে এসেছি, আমার দলে অবশ্যই মেসির জন্য জায়গা থাকবে।’

তবে মেসিকে না পেলেও নেইমারকে ঠিকই দলে পেয়েছেন রামোস। নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানতে চাইলে রামোস বলেন, ‘নেইমার বার্সার হয়ে খেলেছে, আর আমি রিয়ালের হয়ে। তবে তাঁর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। প্রতিদ্বন্দ্বিতার বছরগুলোতে আমরা একটা সম্পর্ক গড়ে তুলেছিলাম। সে আমাকে এখানে আসার জন্য উৎসাহমূলক বার্তা পাঠিয়েছে। এটা সব সময় দারুণ, যখন তারকারা আপনাকে আসার জন্য উৎসাহ দেয়।’

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে