হোম > খেলা > ফুটবল

যারা বলে মেসির চেয়ে রোনালদো এগিয়ে, তারা ফুটবলই বোঝে না

ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি যত দিন খেলবেন, তত দিন একটি প্রশ্ন অবধারিত; এই দুজনের মধ্যে কে সেরা? ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে ভক্ত—এই বিতর্কের যেন শুরু আছে, শেষ নেই। কিন্তু নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার মার্কো ফন বাস্তেনের ভাবনা আবার একটু অন্যরকম। তাঁর মতে, রোনালদোকে যারা মেসির চেয়ে এগিয়ে রাখে, তারা ফুটবলের কিছুই জানে না। 

রোনালদোকেও সেরা খেলোয়াড় মেনেই মেসির সঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ডের তুলনায় যেতে চান না বাস্তেন। ৫৭ বছর বয়সী সাবেক এই ডাচ ফুটবলার বলেছেন, ‘ক্রিস্টিয়ানো এখন সেরা খেলোয়াড়। কিন্তু যারা বলে, সে (রোনালদো) মেসির চেয়ে ভালো, তারা ফুটবলের কিছুই জানে না। কারণ মেসি অদ্বিতীয়, তাকে অনুসরণ করা অসম্ভব, মাঠে তার মতো করাও কারোর পক্ষে সম্ভব নয়। মেসি তার নিজের মতোই, অনন্য। তার মতো খেলোয়াড় ৫০ বা ১০০ বছরে একবারই আসে।’ 

তবে এর পরও মেসিকে সর্বকালের সেরা মানতে নারাজ বাস্তেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পেলে, ডিয়েগো ম্যারাডোনা ও ইয়োহান ক্রুইফ আমার মতে সর্বকালের সেরা তিন ফুটবলার। শৈশবে আমি ক্রুইফের মতো হতে চাইতাম। সে আমার ভালো বন্ধু ছিল। আমি তাকে মিস করি। পেলে-ম্যারাডোনাও দুর্দান্ত ছিলেন।’ 


চোটের কারণে ২৮ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছিলেন এসি মিলান ও আয়াক্সের কিংবদন্তি ফুটবলার বাস্তেন। খেলোয়াড়ি জীবনে জিতেছেন তিনটি ব্যালন ডি অর। 

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ