হোম > খেলা > ফুটবল

ফ্রান্সের নির্বাচনে ১০ ভোট পেয়েছেন এমবাপ্পেও

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন কিলিয়ান এমবাপ্পে। একাই ম্যাচের দৃশ্যপট বদলে দিতে পারেন এই ফরাসি তারকা। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও এমবাপ্পের বেশ প্রভাব রয়েছে। যে প্রভাব দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনেও, যেখানে ১০টি ভোটও পেয়েছেন তিনি। 

এমবাপ্পের ভোট পাওয়ার এই কাণ্ড ঘটেছে টালেনায় নামের একটি গ্রামে। এই গ্রামে ৪০০ মানুষের বসতি রয়েছে। তাদেরই ১০ জন এমবাপ্পেকে মজা করে ভোট দিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছেন। এমবাপ্পের ভোট পাওয়ার সত্যতা নিশ্চিত করে টালেনায় গ্রামের মেয়র বলেন, ‘প্রথমে আমরা একটি ভোট দেখি, এরপর দুটি, তারপর তিনটি… বেশ ভালোভাবেই এটি করা হয়েছিল। সেগুলো সত্যিকারের ব্যালট বলেই মনে হচ্ছিল।’ 

‘এমন না কেউ তাড়াহুড়ো করে কলম দিয়ে লিখে গেছে। সেগুলো কম্পিউটারে টাইপ করে তারপর প্রিন্ট নেওয়া হয়েছে।’ যোগ করেন মেয়র। 

এ সময় এমবাপ্পেকে গ্রামে আমন্ত্রণ জানিয়ে মেয়র আরও বলেন, ‘যদি কিলিয়ান এমবাপ্পে আমাদের গ্রামে ঘুরতে আসে, আমরা তাকে স্বাগত জানাব।’ 

এদিকে টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমানুয়েল মাঁখো। নির্বাচনে প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এমবাপ্পেকে যারা পিএসজিতে থাকার আহ্বান জানিয়েছেন মাঁখোও তাদের একজন। তিনি বলেছিলেন, ‘তাকে লিগ ওয়ানে এবং পিএসজিতে রেখে দেওয়ার জন্য আমাদের লড়াই করা উচিত। কারণ, সে একজন অসাধারণ খেলোয়াড়। তাকে ফ্রান্সে খেলতে দেখাটা আনন্দের ব্যাপার।’ 

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে