হোম > খেলা > ফুটবল

রেফারির দৃষ্টিশক্তি নিয়ে খোঁচা লাল কার্ড পাওয়া মরিনহোর

ক্রীড়া ডেস্ক    

শিরোনামে আসতে না পারলে যেন ভালোই লাগে না হোসে মরিনহোর। লাল কার্ড দেখা যে তাঁর কাছে খুবই স্বাভাবিক ঘটনা। তারপর সেটা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়েন না ৬১ বছর বয়সী এই পর্তুগিজ।

বর্তমানে মরিনহো তুরস্কের ফেনারবাচ ক্লাবের কোচ হিসেবে আছেন। ক্লাবটির ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের রেফারি ক্লেমঁ তুরপিঁকে নিয়ে পরে রসিকতা করেন মরিনহো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে মরিনহো বলেন, ‘তিনি (রেফারি) অবিশ্বাস্য একটা কথা আমাদের বলেছেন। একই সময়ে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে আমার আচরণেও চোখ রেখেছেন তিনি। আসলেই তিনি অবিশ্বাস্য।এমন দৃষ্টিশক্তির জন্য অভিনন্দন।’

রেফারিকে খোঁচা মারার লক্ষ্য নিয়েই ম্যাচ শেষে কথা বলার চিন্তা করেছিলেন মরিনহো। পর্তুগিজ এই কোচ বলেন, ‘যে ম্যাচ ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে চলছিল, তার একটা চোখ ছিল পেনাল্টির ওপর এবং আরেক চোখ দিয়ে নজর রেখেছেন বেঞ্চে আমার আচার–আচরণের দিকে। এমন ব্যাখ্যাই আমাকে দিয়েছেন। এ কারণেই সে বিশ্বের অন্যতম সেরা রেফারি।’

ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের সময় তখন এক ঘণ্টাও পেরোয়নি। সেই মুহূর্তে লাল কার্ড দেখেন মরিনহো। কারণ ফেনেরবাচের পেনাল্টির দাবি নাকচ করে দেন ফরাসি রেফারি তুরপিঁ। তৎক্ষণাৎ তাঁর সঙ্গে কথা–কাটাকাটিতে জড়িয়ে পড়েন মরিনহো। ফল হিসেবে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় পর্তুগিজ কোচকে।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক