হোম > খেলা > ফুটবল

অঘটনের শিকার হলেন হামজারা

ক্রীড়া ডেস্ক    

অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে ৫৮ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন হামজা। ফাইল ছবি

সবশেষ ১০ দেখায় অক্সফোর্ড ইউনাইটেডের জয় কেবল একটিতে। তাই পরিষ্কার ফেবারিট হিসেবেই খেলতে নামে শেফিল্ড ইউনাইটেড। এ ম্যাচে জয় পেলেই শীর্ষে উঠে যেত তারা। বার্নলির সঙ্গে দুরত্ব থাকত দুই পয়েন্টের। কিন্তু শেষ পর্যন্ত অঘটনেরই শিকার হলেন হামজা চৌধুরীরা। অক্সফোর্ডের কাছে ১-০ গোলে হেরে তাই ওঠা হয়নি শীর্ষস্থানেও।

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে গত ম্যাচে দারুণ খেলেছিলেন হামজা। কিন্তু আজ ছন্দ খুব একটা ধরে রাখতে পারেননি তিনি। শুরুর একাদশে জায়গা পেয়ে প্রথমার্ধে ব্লক-ক্লিয়ারেন্স করতে দেখা যায় তাঁকে। দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে জোরালো একটি শটও নেন তিনি। কিন্তু তা আটকে দেন অক্সফোর্ডের ফুটবলাররা। এরপর বেশিক্ষণ খেলতে পারেননি হামজা। ম্যাচের ৫৮ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নিয়ে ভিনিসিউস সুজাকে নামান শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। সুজা অবশ্য হামজাকে ছাপিয়ে যেতে পারেননি। এড়াতে পারেননি হারও।

কাসাম স্টেডিয়ামে ৩৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সিরিকি দেম্বেলে। এই হারে ৪০ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগের দুইয়ে আছে শেফিল্ড। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্নলি। ৪০ ম্যাচে ৪৫ পাওয়া অক্সফোর্ড রয়েছে টেবিলের ১৮ তে।

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল