রাতে ঘোষণা হয়েছে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। সপ্তমবারের মতো পুরস্কারটি জিতে নিয়েছেন লিওনেল মেসি। তবে পুরস্কার ঘোষণার আগেই বোমা ফাটান ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর দেওয়া সংস্থা ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক পাসকেল ফেরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ বার পুরস্কারটি জেতা রোনালদো। তাঁর নাম ব্যবহার করে পাসকেল সুবিধা নিতে চাচ্ছেন বলেও অভিযোগ করেছেন রোনালদো।
সম্প্রতি ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক পাসকেল বলেন, ‘রোনালদোর একমাত্র আকাঙ্ক্ষা মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে অবসরে যাওয়া।’ পাসকেলের এই দাবিকে মিথ্যা দাবি করে রোনালদো লিখেন, ‘গত সপ্তাহে পাসকেল ফেরে বলেছেন, আমি মেসির চেয়ে বেশি গোল্ডেন বল জিতে ক্যারিয়ার শেষ করতে চাই। পাসকেল ফেরে মিথ্যা বলেছে। সে আমার নাম ব্যবহার করে নিজের এবং তার পাবলিকেশনের জন্য ফায়দা লুটার চেষ্টা করছে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত যে, এমন মর্যাদাপূর্ণ পুরস্কারের সঙ্গে জড়িত একজন এরকম মিথ্যাচার করবেন।’
এমনকি রোনালদোর পুরস্কার অনুষ্ঠানে না যাওয়া নিয়েও পাসকেল মিথ্যা বলেছেন উল্লেখ করে রোনালদো আরও বলেছেন, ‘আমি সব সময় যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানাতে চাই। এটা স্পোর্টসম্যানশিপের অংশ, যা আমি ক্যারিয়ারের শুরু থেকে মেনে আসছি। আমি এটা করি, কারণ আমি কারও বিপক্ষে নই। আমি সব সময় নিজের জন্য এবং যে ক্লাবের প্রতিনিধিত্ব করি সেটার জন্য জিততে চাই। আর যারা আমাকে ভালোবাসে তাদের জন্য জিততে চাই। আমি কারো বিরুদ্ধে জিতি না।’
ব্যক্তিগত অর্জনের চেয়ে ক্লাব ও জাতীয় দলের জন্য শিরোপা জেতা মূল লক্ষ্য উল্লেখ করে রোনালদো লিখেছেন, ‘আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্লাব ও জাতীয় দলের জন্য শিরোপা জেতা। আমার লক্ষ্য যারা পেশাদার ফুটবলার হতে চায় তাদের জন্য উদাহরণ হিসেবে নিজেকে উপস্থাপন করা। আমার ইচ্ছা ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখা।’
পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের পরের ম্যাচে মনোযোগ রাখতে চান বলেও উল্লেখ করেন রোনালদো।