হোম > খেলা > ফুটবল

পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করে পিএসজিকে ফাইনালে তুললেন এমবাপ্পে

ক্লাব ছাড়ার বেলায়ও পিএসজির উদ্ধারকর্তা কিলিয়ান এমবাপ্পে। তাঁর জয়সূচক গোলেই গতকাল ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি।

দলকে ফাইনালে নেওয়ার আগে অবশ্য পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। ৩৭ মিনিটে তাঁর নেওয়া পেনাল্টি সেভ করে দেন রেঁনের গোলরক্ষক স্টিভ মান্দান্দা। এবারের মৌসুমে তৃতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ফরাসি ফরোয়ার্ড। তবে ভুলের প্রায়শ্চিত্ত করতে খুব বেশি সময় নেননি তিনি।

পেনাল্টি মিসের তিন মিনিট পরেই দলকে জয়সূচক গোল এনে দিয়েছেন এমবাপ্পে। ফ্যাবিয়ান রুইজের পাস থেকে ৪০ মিনিটে গোল করেন পিএসজির ফরোয়ার্ড। এবারের মৌসুমের ৩৯তম গোলটিতে অবশ্য প্রতিপক্ষের এক ডিফেন্ডারের অবদান রয়েছে। বক্সের ভেতর থেকে এমবাপ্পের শট নেওয়া বল প্রতিপক্ষের ডিফেন্ডার ওয়ার্মড ওমারির পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়।

এর আগে সেমিফাইনাল ম্যাচের ১২ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। উসমান দেম্বেলের পাওয়া পাসে ফরাসি অধিনায়কের সামনে শুধু রেঁনের গোলরক্ষক ছিলেন। ডান দিকে শট নিলে গোলরক্ষক মান্দান্দার পায়ে লাগার পর বারে প্রতিহত হয়। সে যাত্রায় হতাশ হলেও শেষে দলকে ঠিক জয় এনে দিয়েছেন এমবাপ্পে।

আগামী ২৫ এপ্রিল ফেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রিতপক্ষ লিঁও। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় স্তরের দল ভ্যালেন্সিয়েসকে ৩–০ গোলে হারিয়ে মঙ্গলবার ফাইনাল নিশ্চিত করেছিল লিঁও।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী