হোম > খেলা > ফুটবল

রাতটা যেন আর্জেন্টাইনদের

প্যারিসে গতকালের রাতটা ছিল যেন আর্জেন্টিনারই। ফিফা-২০২২ ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, ভক্তের পুরস্কার সবই জিতল কাতার বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা।  

ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে ২০২২-এর বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কারও জিতেছিলেন তিনি। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জেতার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।   গতকাল ক্যারিয়ারের দ্বিতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন মেসি। ট্রফি হাতে আর্জেন্টাইন এই অধিনায়ক বলেন, ‘এখানে এসে বেশ ভালো লাগছে। এই বছরটা আমার জন্য দারুণ ছিল। অনেক কষ্টের পর স্বপ্ন পূরণ হয়েছে। খুব কম খেলোয়াড়ই এই স্বপ্ন পূরণ করতে পারে এবং আমি তা পেরেছি। আমার সতীর্থদের ধন্যবাদ জানাই। লিওনেল স্কালোনি, দিবু (মার্তিনেজ) আমরা সবাই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছি। এই পুরস্কারের। এই পুরস্কারের আংশিকটা তাদের এবং আমরা যা করেছি, তার স্বীকৃতি এটা।’  

বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিওনেল স্কালোনি, যার অধীনে আর্জেন্টিনার স্বর্ণযুগ চলছে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচকে নিয়ে মেসি বলেন, ‘স্কালোনি বিশেষ ব্যক্তিত্বসম্পন্ন। তাঁর যোগাযোগের দক্ষতা এবং দল পরিচালনা সবচেয়ে ভালো। তিনি কোনো সুযোগ হাতছাড়া করেন না। তিনি সবকিছু বিস্তারিত আলোচনা করেন এবং তারপর তা হয়।’ 

২০২২ বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণদুর্গ সামলেছিলেন অতন্দ্র প্রহরীর মতো। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জিতেছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। খেলোয়াড়, কোচ, গোলরক্ষকের পর বর্ষসেরা ভক্তের পুরস্কারও জিতেছে আর্জেন্টিনা। 

ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে ছেলেদের বিজয়ীরা: 
বর্ষসেরা খেলোয়াড়: লিওনেল মেসি
বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি
বর্ষসেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা ভক্তের পুরস্কার: আর্জেন্টিনার সমর্থক

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের