হোম > খেলা > ফুটবল

সনের অন্য রকম সেঞ্চুরি, ল্যাম্পার্ডও জয়ে ফেরাতে পারলেন না চেলসিকে

গোলের পর সেই চিরচেনা ভঙ্গিতে উদ্‌যাপন। দৌড়ে হাঁটুগেড়ে বসে টার্ফে একটু পিছলে যাওয়া। সন হিয়ুং-মিনের এই উদ্‌যাপন ইতিহাস গড়ারও। প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি করেছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। 

গতকাল নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে ১০ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন সন। তবে এই ব্যবধান তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৪ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। ৫৬ মিনিটে ভিএআরে গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত তারা। তবে ৭৯ মিনিটে টটেনহামকে জয়সূচক গোল এনে দেন হ্যারি কেইন। 

লিগের আরেক ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্কট ম্যাকটমিনি ও অ্যান্থনি মার্শালের গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলের জন্য ইউনাইটেডকে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট। জাদোন সানচোর পাস থেকে দলকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনি। প্রিমিয়ার লিগে এটি তাঁর প্রথম গোল। এর ৩৫ মিনিট পর মার্কাস রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শাল। গত ডিসেম্বরের পর লিগে এটি তাঁর প্রথম গোল। আর প্রিমিয়ার লিগে 

তবে আবারও হেরেছে চেলসি। গ্রাহাম পটার বরাখাস্ত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে তত্ত্বাবধায়ক কোচ হিসেবে স্টামফোর্ড ব্রিজে ফেরা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের প্রথম ম্যাচটাও হলো ভুলে যাওয়ার মতো। উলভসের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। ৩১ মিনিটে ম্যাথিয়াস নুনেজের গোলে এগিয়ে যায় উলভস। সেই গোল আর শোধ করা হয়নি তাদের। এ নিয়ে গত চার ম্যাচের দুটিতে ড্র দুটিতে হারল চেলসি। 

এই হারে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে চেলসি। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। এক ম্যাচ কম খেলে চারে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৫৬।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি