হোম > খেলা > ফুটবল

তোমাদের এখন ঈশ্বর নেই, বলছেন ইব্রামোভিচ

বয়স বাড়লেও মনের জোর কমেনি জ্বালাতন ইব্রামোভিচের। তাঁর ছোট কিংবা সমবয়সী অধিকাংশ ফুটবলার অবসর নিয়ে এখন ফুটবল পণ্ডিত হয়েছেন। অথচ, ৪১ বছর বয়স নিয়ে খেলা চালিয়ে যেতে এখনো দৃঢ়প্রতিজ্ঞ সুইডিশ এই স্ট্রাইকার। মাসের শুরুতে গ্যাজ্জেতা দেলো স্পোর্টকে অবসরের বিষয়ে জানিয়েছিলেন, এখনই বিদায় নেবেন না তিনি। চোটমুক্ত হয়ে আবারও ফিরে আসবেন মাঠে। 

চোটের কারণে মাঠে খেলতে না পারলেও মাঠের বাইরে ঠিকই খেলছেন ইব্রামোভিচ। যা তাঁর স্বভাবজাতই। অবসর সময়কে দুর্দান্তভাবে কাজে লাগাচ্ছেন তিনি। খেলা দিয়ে না হলেও বিস্ফোরক এক মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন এই তারকা। লিগ ১ থেকে চলে তাঁর চলে যাওয়াতে নাকি লিগের মান নিচে নেমে গেছে এমনটি বলেছেন সাবেক এই পিএসজি স্ট্রাইকার। 

সময়ের সেরা তিন ফুটবলার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার একসঙ্গে পিএসজিতে খেললেও তাঁদের সামর্থ্য নেই ফরাসি লিগের মান উঁচুতে নেওয়ার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইব্রা। তাঁর মতে, লিগটিতে এখন আর ঈশ্বর নেই। নিজেকে ফুটবল ঈশ্বর হিসেবে দেখছেন তিনি। 

কানাল প্লাসকে সাক্ষাৎকারে ইব্রা বলেছেন, ‘আমার চলে যাওয়ার পর থেকেই লিগটির মান নিচে নেমে গেছে। লিগটিকে নিয়ে এখন কোনো কথা বলার মতো অবশিষ্ট নেই। ফ্রান্সের প্রয়োজন আমাকে, কিন্তু আমার প্রয়োজন নেই ফ্রান্সকে। এমনকি এমবাপ্পে, নেইমার ও মেসিও লিগটিকে সাহায্য করতে পারছে না। কারণ, তোমাদের টুর্নামেন্টে এখন ঈশ্বর নেই।’ 

ইউরোপীয় ফুটবলের প্রায় সব নামকরা ক্লাবেই খেলেছেন ইব্রামোভিচ। বার্সেলোনা, ম্যান ইউ, জুভেন্টাস, আয়াক্স, ইন্টার মিলান সবখানেই খেলেছেন তিনি। ক্যারিয়ারের পড়ন্ত গোধূলিতে যখন মেজর লিগ সকারে খেলে ফুটবল তারকারা অবসরে যান। তিনি আবার উল্টো রথে ছুটেছেন। যুক্তরাষ্ট্রের লিগটিতে খেলে আবারও ইউরোপীয় ফুটবলে জাদু দেখিয়েছেন। গত মৌসুমে এসি মিলানে এসে সিরি আঁ চ্যাম্পিয়ন করেছেন ক্লাবটিকে। তবে চোটের কারণে বর্তমানে দলের বাইরে আছেন তিনি।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে