হোম > খেলা > ফুটবল

জেমি ডে পুত্রের বাংলাদেশ প্রেম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাগজে-কলমে এখনো তিনি বাংলাদেশের কোচ। কিন্তু বাস্তবতা হলো ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে সম্পর্ক ভেঙেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। দুই পক্ষের পথ এখন আলাদা।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে কোচের পদে থাকার কীর্তিটা এখন পর্যন্ত জেমি ডের। তিন বছরের সম্পর্কটা ভেঙেছে গত বছর সাফ ফুটবল শুরু হওয়ার দুই সপ্তাহ আগে। দূরে থাকলে কী হবে, জেমি আর তাঁর পরিবারের কাছে ‘বাংলাদেশ’ এখনো এক ভালোবাসার নাম।

যেমন টাইলারের কথাই বলা যায়। জেমির চার পুত্রের তৃতীয়জন গতকাল স্কুলের জাতিসংঘ দিবসে গায়ে জরিয়েছিল বাংলাদেশ ফুটবল দলের লাল-সবুজ জার্সি। এত পোশাক থাকতে বাংলাদেশের জার্সি কেন? সেই প্রশ্নের জবাবে জেমি ডে বলছেন, ‘এত সহজে কীভাবে ভুলি? বাংলাদেশ আমাদের জীবনের বিশাল একটা অংশ জুড়ে আছে। আমার ছেলে তাই জাতিসংঘ দিবসে এই জার্সিটা পরেছে।’

যদিও আগামী আগস্ট পর্যন্ত বাফুফের কাছ থেকে চুক্তি অনুযায়ী বেতন পাবেন জেমি, তবে আপাতত আর বাংলাদেশে ফেরা হচ্ছে না এই ইংলিশ কোচের। ইংল্যান্ডে থাকলেও সাবেক শিষ্যদের সঙ্গে এখনো ফোনে যোগাযোগ রাখছেন জেমি। ভবিষ্যতে সম্ভব হলে আবারও ফিরতে চান এই দেশে, ‘ফুটবলারদের সঙ্গে আমার কথা হয়। হয়তো একদিন বাংলাদেশে ফিরতেও পারি। আপাতত কয়েক মাসের অপেক্ষা, তারপর না হয় দেখা যাবে।’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী