হোম > খেলা > ফুটবল

স্ত্রীর চাওয়ায় রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেছেন ক্রুস

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকলেও টনি ক্রুসের পায়ের জাদু এখনো শেষ হয়নি। এ জন্যই তো তাঁর সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। নিজেও রাজি হয়েছেন আরও এক বছর ক্লাবে খেলার। লস ব্ল্যাঙ্কোসরা গত ২১ জুন চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে।

তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রুসকে সহায়তা করেছেন তাঁর স্ত্রী জেসিকা ক্রুস। এমনটি নিজেই জানিয়েছেন সাবেক জার্মান মিডফিল্ডার। জার্মানির সংবাদমাধ্যম আরটিএলকে তিনি বলেছেন, ‘আমার স্ত্রী আমাকে অনুমতি দিয়েছে। তাই আরও এক বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রিয়ালের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে ক্রুসের। নতুন চুক্তি হওয়ায় লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তাঁর এক দশক পূর্ণ হবে। মৌসুম শেষে বিদায় নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ৩৩ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফুটবল ছাড়ার এক বা দুটি নেতিবাচক উদাহরণ রয়েছে, যখন খেলোয়াড় হিসেবে আপনি আর মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না। তবে আমার সঙ্গে এমনটি ঘটুক চাই না। মাদ্রিদের হয়ে শেষ ৯ মৌসুম যেভাবে কাটিয়েছি, এবারও তেমনি হোক এমনটা অনুভব করছি। কেন আগামী মৌসুম ভালো যাবে না? এখনো ফুটবল উপভোগ করছি এবং শিরোপার জন্য ক্ষুধার্ত আছি।’

এখন পর্যন্ত ৯ মৌসুমে রিয়ালের হয়ে ২০টি শিরোপা জিতেছেন ক্রুস। আগামী মৌসুমে নিশ্চয়ই সংখ্যাটা বাড়বে। এর মধ্যে চার চ্যাম্পিয়নস লিগের সঙ্গে তিনটি লা লিগা রয়েছে। দেশের হয়ে ২০২১ সালে অবসর নেওয়ার আগে স্বপ্নের বিশ্বকাপও জিতেছেন ২০১৪ সালে।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান