হোম > খেলা > ফুটবল

ট্রফি নিয়ে উদ্‌যাপনের রাতটা স্মরণীয় হয়নি বার্সেলোনার

এস্প্যানিওলকে উড়িয়ে দেওয়ার ম্যাচেই এবারের মৌসুমের চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত করেছিল বার্সেলোনা। তবে সেদিন কিছুটা হলেও আক্ষেপ ছিল তাদের শিরোপা নিয়ে উদ্‌যাপন করতে না পারার। গতকাল ঘরের মাঠে সেই সুযোগ পায় তারা। 

কিন্তু উদ্‌যাপনের রাতকে স্মরণীয় করে রাখতে পারেনি বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে যায় স্বাগতিকেরা। শুরুর পাঁচ মিনিটেই গোল হজম করে বসে বার্সা। প্রতিপক্ষকে লিড এনে দেওয়া গোলটি করেন মিখেল মেরিনো। 

গোলটি শোধ দেওয়ার পরিবর্তে উল্টো ৭২ মিনিটে আরেকটি গোল হজম করে বার্সা কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। এবার সোসিয়েদাদের হয়ে গোলটি করেন আলেক্সাজান্ডার সারলোথ। ৯০ মিনিটে ১ গোলের ব্যবধান কমান রবার্ট লেভানডভস্কি। কিন্তু ততক্ষণে নিজেদের পরাজয় নিশ্চিত হয়ে যায়। 

ম্যাচে হারলেও ট্রফি পাওয়ার পর সব ভুলে গিয়েছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা। শিরোপা নিয়ে উদ্‌যাপন করেছেন চ্যাম্পিয়নের মুহূর্তটা। এতে করে কোচ হিসেবে প্রথমবারের মতো লা লিগার শিরোপা জিতলেন জাভি। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে খেলোয়াড়ি জীবনের কথা স্মরণ করলেন তিনি। 

জাভি বলেছেন, ‘দুর্দান্ত এক অভিজ্ঞতা ছিল। আমার খেলোয়াড়ি জীবনের অনেক স্মৃতি ফিরে এসেছিল। পরের বছর চ্যাম্পিয়ন হওয়া সহজ হবে না। তবে মনে করি, ভক্তদের সহায়তায় আগামী বছরও দুর্দান্ত হবে।’

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা