হোম > খেলা > ফুটবল

কেমন হলো হামজা-জামালদের নতুন হোম জার্সি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হোম জার্সিতে অধিনায়ক জামাল ভূঁইয়া, তপু বর্মন ও তারিক কাজী। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের কিট পৃষ্ঠপোষক ‘দৌড়’।

সাদা রঙ বরাবরই ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে। দৌড়ও সেটাই তুলে ধরার চেষ্টা করেছে। জার্সির দুই পাশে গাঢ় সবুজ রঙ ব্যবহার করা হয়েছে। গলার চারপাশে দেওয়া হয়েছে লাল রঙের বর্ডার। পেছনে সবুজ রঙয়ে ছোট করে আঁকা হয়েছে বাংলাদেশের মানচিত্র।

হোম জার্সি সাদা রঙয়ের করার পেছনে আজকের পত্রিকাকে বাফুফের বিপণন কমিটির প্রধান ফাহাদ করিম বলেন, ‘লাল ও সবুজ দুটোই গাঢ়ো রংয়ের। ফিফার নীতিমালা অনুযায়ী, একটি যদি গাঢ়ো হয়, তাহলে আরেকটি হালকা রংয়ের হতে হবে। যেহেতু লাল আমরা অ্যাওয়েতে পড়েছি। তাই হোম জার্সি আমরা সবুজ করতে পারিনি। তবে আমাদের পতাকার রংটা সামান্য করে রেখেছি।’

এর আগে অ্যাওয়ে জার্সিতে বাংলাদেশের সার্বিক পরিচয়কে ফুটিয়ে তোলা হয়েছে। দেশের মূল উপাদানসমূহ—বাংলাদেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুলকে অর্থবহ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই