হোম > খেলা > ফুটবল

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার খবরটা নতুন নয়। অনেক আগে থেকেই বিষয়টি সবার জানা। তবে আনুষ্ঠানিক ঘোষণার যে একটা বিষয় আছে, সেটা গতকালের আগে সবারই অজানা ছিল। 

গতকাল আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিয়েই এমবাপ্পে জানিয়ে দিলেন মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন তিনি। সামাজিক মাধ্যমে এক ভিডিও দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি ফরোয়ার্ড। আগামীকাল ঘরের মাঠে শেষ ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন তিনি। 

সামাজিক মাধ্যমের ভিডিওতে এমবাপ্পে বলেছেন, ‘আপনাদের জানাচ্ছি, পিএসজিতে এটাই আমার শেষ মৌসুম। আমি চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না। আগামী কয়েক সপ্তাহে আমার যাত্রা শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে শেষ ম্যাচ খেলব।’ 

বিদায় বেলায় অনেকের মতো এমবাপ্পেও ক্লাবকে নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন। তিনি বলেছেন, ‘অনেক আবেগের এক জায়গা। বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাবের সদস্য হওয়ার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিতবোধ করছি।’ 

পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত না দিলেও বুঝতে বাকি নাই যে, রিয়াল মাদ্রিদই হচ্ছে এমবাপ্পের নতুন ক্লাব। গত কয়েক মৌসুম ধরেই ২৫ বছর ফরোয়ার্ডকে নিজেদের করে নিতে উদ্‌গ্রীব আছে তারা। ইউরোপের অনেক সংবাদমাধ্যম তো জানিয়েছে ইতিমধ্যে দুই পক্ষের নাকি চুক্তিও হয়েছে। 

মোনাকো থেকে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। দীর্ঘ ৭ বছরে দলের হয়ে এখন পর্যন্ত আক্ষেপ চ্যাম্পিয়নস লিগ ট্রফি ছাড়া সম্ভাব্য সবকিছুই জিতেছেন তিনি। ২০১৯-২০ মৌসুমে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে খেললেও বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ দলের সদস্যে হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। 

নিজেদের লিগে অবশ্য পিএসজিই সেরা। এবারসহ সবশেষ ১২ মৌসুমের ১০ বারই চ্যাম্পিয়ন তারা। এখন পর্যন্ত সব মিলিয়ে ৩০৬ ম্যাচ খেলে ২৫৫ গোলে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও এমবাপ্পে। আর সহায়তা করেছেন ১০৮টি।

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি