হোম > খেলা > ফুটবল

ভিনির হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল

ভিনি এভাবেই নাচিয়ে ছেড়েছেন ওসাসুনা গোলরক্ষককে। ছবি: এএফপি

এল ক্লাসিকোতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। দিন তিনেক আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৩-১ গোলে হেরেছে এসি মিলানের কাছে। সেটিও সান্তিয়াগো বার্নাব্যুতে। অবশেষে টানা দুই ম্যাচে হারের ক্ষত ভুলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।

গতকাল নিজেদের মাঠে লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ৩০ মিনিটে বড় ধাক্কা খেয়েছিল রিয়াল। গুরুতর আহত হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওকে।

এর চার মিনিট পর জুড বেলিংহামের পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন ভিনি। গত ১৯ অক্টোবর সেলতা ভিগো ম্যাচের পর লিগে এটিই প্রথম গোল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। এ নিয়ে লিগে এ মৌসুমে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৬। ৪২ মিনিটে মিলিতাওর বদলি নামা রাউল আসেনসিওর অ্যাসিস্টে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম।

ভিনি নিজের পরের গোল দুটি করেন বিরতির পর, ৬১ ও ৬৯ মিনিটে। প্রায় দুই বছর পর হ্যাটট্রিক পেলেন তিনি। তাঁর সবশেষ হ্যাটট্রিকটি ছিল লা লিগায় ২০২২ সালের ১২ মে, লেভান্তের বিপক্ষে।

এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার চলতি মৌসুমে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়নরা। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ