হোম > খেলা > ফুটবল

ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে বাংলাদেশের চমক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

র‍্যাঙ্কিংয়ে ব্যবধানটাও বেশ বড়। বাংলাদেশের (১৩৩) চেয়ে ৩৯ ধাপ এগিয়ে আছে ইন্দোনেশিয়া (৯৪)। তবে জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

অনুমিতভাবে ম্যাচের শুরু থেকেই বলের ওপর নিয়ন্ত্রণ রাখে ইন্দোনেশিয়া। ম্যাচজুড়ে ৬৯ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। তবে আক্রমণে ত্রাস সৃষ্টি করেছেন বাংলাদেশের ফুটবলাররা। পাঁচটি কর্নারের পাশাপাশি ১৫টি শটের মধ্যে ৭টি ছিল গোলপোস্টে। যদিও গোলের দেখা পায়নি। শেষ দিকে ঋতুপর্ণা চাকমার একটি ফ্রি কিক পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়।

বিপরীতে ইন্দোনেশিয়া ৯ টি শটের মধ্যে ৪ টি নিয়েছিল গোলমুখে। শেষ দিকে জয়ের খুব কাছেই ছিল তারা। পেয়েছিল গোলও, কিন্তু অফসাইডে বাতিল হয় তা। এর আগে একটি শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত গোলহীন থেকেই মাঠ ছাড়ে দুই দল। ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের আগের ম্যাচে জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইন্দোনেশিয়া। নিজেদের শেষ ম্যাচে ৩ জুন একই ভেন্যুতে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী