হোম > খেলা > ফুটবল

অনেকেই আমাদের ধ্বংস চায়, বলছেন বার্সেলোনা ফরোয়ার্ড

সবশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পেরোতে পারেনি বার্সেলোনা। এবার শেষ ষোলো আগেই নিশ্চিত করায় গতকাল শেষ রাউন্ডের ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ। 

কিন্তু তা করতে গিয়ে বুমেরাং হয়েছে বার্সেলোনার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে কাতালান ক্লাব। অখ্যাত বেলজিয়াম ক্লাবের কাছে হার স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়েছে কোচ জাভির। কেননা, অনেক দিন ধরেই অনেকের সমালোচনা সহ্য করে আসছেন তিনি। 

অন্যরা সমালোচনা করলেও জাভি পাশে পাচ্ছেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে নিজের শিষ্যদেরও। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হারার পর যেমন গুরুর পাশে দাঁড়িয়েছেন ফেরান তোরেস, সঙ্গে স্প্যানিশ ফরোয়ার্ড এমনটিও জানিয়েছেন যে বার্সা ধ্বংস হোক অনেকে এমনটা চায়। 

প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যাওয়ার পর তোরেস বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত কোচ এবং তার পরিকল্পনার সঙ্গে আছি। কোচের সমালোচনা করা খুব সহজ। কিন্তু খেলোয়াড়েরা মাঠে খেলে। আমরা জানি বার্সায় কীভাবে কাজ করা হয়। বাইরের লোকেরা আমাদের ধ্বংস করার চেষ্টা করে, নার্ভাস করতে চায়। তবে আমরা সবকিছু ঘুরিয়ে ফেলব। সব সময় বাইরের অনেক গোলযোগ থাকলেও এসবের মধ্যে আমাদের থাকতে হবে।’ 

গতকাল শেষ মুহূর্তের গোলে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে বার্সেলোনা। এর মধ্যে আবার শুরুর দুই গোলেই ভুল করে বসেন রক্ষণাত্মক মিডফিল্ডার ওরিওল রোমেউ। পরে ম্যাচে ফিরলেও শেষে হেরে যায় বার্সা। হারলেও ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো