নতুন মৌসুম শুরু হওয়ার আগে এখন অবসর। নিজেদের প্রাণবন্ত করতে খেলোয়াড়েরাও যে যার মতো ছুটি কাটাতে ব্যস্ত। একইভাবে ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসিও। আগামী মৌসুমে নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে নিজেকে যে সতেজ রাখা জরুরি তা অজানা নয় মেসির। ছুটির সময়টা তাই ভালোই উপভোগ করছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
মেসি অবশ্য একা নন। পিএসজি তারকার সঙ্গে বরাবরের মতো আছেন তাঁর স্ত্রী আন্তোনেল্লা রুকোজ্জো-সন্তানেরা। তাঁদের সঙ্গে অবশ্য সঙ্গী হয়েছেন মেসির কাছের বন্ধু স্প্যানিশ ফুটবল তারকা সেস ফ্রাবেগাস ও তাঁর পরিবারও। তাঁরা সবাই মিলে বেড়াতে গেছেন ইবিজায়।
ঘুরতে গিয়ে ভূমধ্যসাগরে ইয়ট নিয়ে বেশ উপভোগ করতে দেখা গেছে মেসি-ফাব্রেগাসদের। কখনো এক সঙ্গে আবার কখনো পরিবার নিয়ে আলাদাভাবে সময় কাটিয়েছেন এই দুই তারকা ফুটবলার। মেসির সঙ্গে রুকোজ্জো ছাড়া ছিলেন তাঁদের তিন পুত্র মাতেও, থিয়াগো এবং চিরো। আর ফাব্রেগাসের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দানিয়েল্লা এবং তিন সন্তান লিয়া, কাপ্রি এবং লিওনার্দো।
মেসি-ফাব্রেগাসের সঙ্গে অবশ্য বেশির ভাগ সময় ছুটি কাটাতে লুইস সুয়ারেজও থাকেন। তবে এবারের অবকাশে সুয়ারেজকে মেসি-ফাব্রেগাসের সঙ্গে দেখা যায়নি।