হোম > খেলা > ফুটবল

একটা ভোটও পাননি রোনালদো! 

সময়টা যেন বড্ড খারাপ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। মাঠের পারফরম্যানস তো বটেই, এমনকি মাঠের বাইরেও তেমন একটা সুখবর মিলছে না তাঁর। আর ব্যালন ডি’অর তো এবার জিততে পারেননি, এমনকি একটা ভোটও পাননি পর্তুগিজ এই তারকা ফুটবলার।

এবারের ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা। ৫৪৯ ভোট পেয়েছিলেন ফরাসি এই স্ট্রাইকার। বেনজেমার পরে দ্বিতীয় স্থানে থাকা সাদিও মানে পেয়েছেন ১৪৯ ভোট। তৃতীয় হওয়া কেভিন ডি ব্রুইনা পেয়েছেন ১৭৫ ভোট। অথচ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো একটা ভোটও পাননি। ব্যালন ডি’অর প্রতিযোগিতায় পর্তুগিজ এই তারকা ফুটবলার হয়েছেন ২০তম।

কদিন আগে ক্লাব ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের রেকর্ড গড়েন রোনালদো। এই ৭০০ গোল তিনি করেছেন ৯৪৫ ম্যাচে চারটি ভিন্ন ক্লাবের হয়ে। সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাংকোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪২ ম্যাচে ১৪৪ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে