হোম > খেলা > ফুটবল

মেসি-নেইমারদের নিয়ে মজা করলেন রেইমস অধিনায়ক

২০২২ ফুটবল বিশ্বকাপের পর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলার নিয়ে গতকালকেই প্রথম লিগ ওয়ান খেলতে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে গতকাল প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ছিল রেইমস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। পিএসজির এই তিন তারকাকে নিয়ে মজা করেছেন রেইমস অধিনায়ক ইউনিস আবদেলহামিদ। 

পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে পিএসজি-রেইমস ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। হুয়ান বার্নাতের অ্যাসিস্টে ৫১ মিনিটে গোল করেন নেইমার। প্যারিসিয়ানদের নিশ্চিত জয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই গোল করেন ফোলারিন বালোগান। ৯৬ মিনিটে করা এই ফরোয়ার্ডের গোলে ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

আবদেলহামিদের মতে, মেসি, এমবাপ্পে, নেইমাররা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পারেন না। ম্যাচ শেষে রেইমস অদিনায়ক বলেন, ‘তাদের রক্ষণভাগ অতিক্রম করা খুব সহজ ছিল। কারণ সামনের সারির তিনজন (মেসি, এমবাপ্পে, নেইমার) আক্রমণ ঠেকাতে পারে না। আমরা জানতাম যে যদি প্রথম লাইন পেরোতে পারি, তারা সবাই মিলেও আক্রমণ ঠেকাতে পারবে না। আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি। ম্যাচে তাই অনেক সুযোগ তৈরি করেছি।’ 

লিগ ওয়ানে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। রয়েছে ঠিকই। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪৫। লাঁসও খেলেছে ২০ ম্যাচ।

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ