হোম > খেলা > ফুটবল

ইউনাইটেড কোচের জন্য এটাই কি শেষ সুযোগ

ক্রীড়া ডেস্ক    

: ইউনাইটেডের টানা ব্যর্থতায় সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আমোরিমকে। ছবি: সংগৃহীত

মৌসুমের শুরুতেই ব্যর্থতা ঘিরে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। একের পর এক হার এবং ড্রয়ে বিপর্যস্ত তারা। এমতাবস্থায় ম্যানচেস্টারের ক্লাবটিতে চাকরি নিয়ে শঙ্কায় পড়ে গেছেন প্রধান কোচ রুবেন আমোরিম। সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ সুযোগ পাচ্ছেন ইউনাইটেডের ক্লাসের প্রধান শিক্ষক।

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে সান্ডারল্যান্ডকে আতিথেয়তা দেবে ইউনাইটেড। ম্যাচটিতে হারলে আমোরিমকে বরখাস্ত করতে পারে ইংলিশ জায়ান্টরা–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য অ্যাতলেটিক। ৬ ম্যাচ শেষ লিগ টেবিলের ১৪ নম্বরে আছে ইউনাইটেড। ২ জয়ের বিপরীতে তিনটিতেই হেরেছে তারা। বাকি ম্যাচে পয়েন্ট ভাগ করেছে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম ক্লাবটি।

নিচের সারির দল গ্রিমসবির কাছে হেরে কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ইউনাইটেড। দলের ধারাবাহিক ব্যর্থতায় আমোরিমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভক্তরা। আর্সেনালের কাছে হেরে লিগ মৌসুম শুরু করে ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচে ড্র করে ফুলহামের সঙ্গে। কারাবাও কাপে গ্রিমসবির কাছে টাইব্রেকারে হারে জায়ান্টরা। মৌসুমের প্রথম ৩ ম্যাচের মধ্যে দুটিতে হেরে যাওয়ায় আমোরিমের কৌশল নিয়ে প্রশ্ন তোলে ভক্তরা। একই সঙ্গে তাঁকে বরখাস্ত করার দাবিও উঠে। যদিও চাকরি নিয়ে ভাবনা নেই বলে জানান আমোরিম। এমনকি চাকরি গেলেও নিজের কৌশলে পরিবর্তন আনবেন না বলে জানান তিনি।

লিগে বার্নলিকে হারিয়ে কারাবাও কাপ থেকে বিদায় নেওয়ার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেয় ইউনাইটেড। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। মর্যাদাপূর্ণ ম্যানচেস্টার ডার্বিতে পেপ গার্দিওলার দলের কাছে ৩–০ গোল হেরে যায় ইউনাইটেড। এই ম্যাচের পর আমোরিমকে বরখাস্ত করার দাবি আরও জোরালো হয়। ভক্তরা না চাইলেও আমোরিমের ওপর ভরসা রাখেন ইউনাটেডের মালিক স্যার জিম র‍্যাটক্লিফ। প্রতিবেদনে বলা হয়েছে, এখনই কোচের পদ থেকে আমোরিমকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই র‍্যাটক্লিফের। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফলাফলের ওপর ইউনাইটেডে আমোরিমের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।

প্রতিবদনে দাবি করা হয়েছে, খুব শিগগিরই অবস্থান উন্নতি না হলে সিদ্ধান্ত বদলাবেন র‍্যাটক্লিফ। অর্থাৎ সান্ডারল্যান্ডের কাছে হারলে আমোরিমকে বরখাস্ত করতে পারেন ইউনাইটেড মালিক।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক