হোম > খেলা > ফুটবল

৫৮ বছরের অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের

অবশেষে দীর্ঘ অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের। দীর্ঘ ৫৮ বছর পর উয়েফা আয়োজিত কোনো মেজর টুর্নামেন্টে আবার চ্যাম্পিয়নের স্বাদ পেল ইংলিশ ক্লাব। অথচ, এ সময় দুনিয়ার কতশতই না পরিবর্তন হয়েছে। শুধু ভাগ্য বদলায়নি ক্লাবটির।

এবার কনফারেন্স লিগ ওয়েস্ট হামের দিকে মুখ চেয়েছে। তাদের মুখে বিজয়ের হাসি ফুটিয়েছে। ফিওরেন্টিনাকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে বিজয় উল্লাসে মেতেছেন ক্লাবের খেলোয়াড়েরা। সর্বশেষ ১৯৬৫ সালে উয়েফা কাপ উইনারস কাপ জিতেছিল তারা। এরপর ইউরোপিয়ান আর কোনো ট্রফি জিততে পারেনি ইংলিশ ক্লাব।

ফরটুনা স্টেডিয়ামে গতকাল সব দিক থেকে পিছিয়ে থাকলেও মূল জায়গায় ঠিকই এগিয়ে যায় ওয়েস্ট হাম। গোলের খেলায় গোলটাই মুখ্য যে। ২-১ গোলের জয়টা তাদের বল পজিশন, গোলমুখে শট সবকিছু ভুলিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

বিরতির পর পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ৬২ মিনিটে সফল স্পটকিক নেন সাঈদ বেনরাহমা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না তারা। ৪ মিনিট পরেই সমতায় ফেরে ফিওরেন্টিনা। ৬৭ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার গিয়াকোমো বোনাভেন্তুরা।

এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই উল্লাসে মাতেন ওয়েস্ট হামের খেলোয়াড়েরা। ৯০ মিনিটে লুকাস পাকেতার সহায়তায় দলকে স্মরণীয় মুহূর্ত এনে দেন জারড বোয়েন। এই ফরোয়ার্ডের গোলেই দীর্ঘ শিরোপাখরা ঘুচে যায় ওয়েস্ট হামের।

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...