হোম > খেলা > ফুটবল

মেসির মায়ামিকে বিশ্বকাপে আমন্ত্রণ জানাতে যাচ্ছে ফিফা

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। ৩২ দল নিয়ে নতুনভাবে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটিতে আমন্ত্রণ জানাতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আজ নিজেদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা। 

মূলত মেসির মতো এক মহাতারকাকে খেলতে দিয়ে টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে চায় ফিফা। আগামী বছরের ১৫ জুন থেকে ক্লাব বিশ্বকাপ শুরুর সম্ভাবনা আছে। 

এমএলএস মৌসুমের সেরা দল হিসেবে মায়ামিকে আমন্ত্রণ জানাবে ফিফা। কদিন আগে যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম শিরোপা ‘সাপোর্টার শিল্ড’ জিতেছেন মেসিরা। কোটা পদ্ধতিতে আয়োজক দেশের ক্লাবটিকে টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেবে ফিফা। শুধু মায়ামি নয়, কনকাকাফ অঞ্চলের চারটি দল কোটায় খেলবে ক্লাব বিশ্বকাপে। তবে কোন মানদণ্ডে অতিথি দলকে তারা খেলতে দেবে, সেটি এখনো স্পষ্ট করেনি ফিফা। 

তবে মার্কা নিশ্চিত হয়েছে, এমএলএসের মূল চ্যাম্পিয়নের অপেক্ষায় না থেকে রেগুলার লিগ চ্যাম্পিয়ন কোটায় মায়ামিকে খেলার সুযোগ দেবে মার্কা।

আগামী ক্লাব বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। অংশ নেবে ছয়টি কনফেডারেশনের ৩২টি ক্লাব। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ব্যস্ত সূচি ও আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা না থাকায় অনেক ইউরোপিয়ান ক্লাব নতুনরূপে হাজির হতে যাওয়া এই বিশ্বকাপে খেলবে না। অবশ্য ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩০ দলের তালিকাও প্রকাশ করা হয়েছে।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী