হোম > খেলা > ফুটবল

সালাউদ্দিনের ‘স্বপ্ন’ আছে, ‘টাকা’ নেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের চোখে অনেক বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন তিনি নাকি পূরণ করতে পারছেন না টাকার অভাবে! সালাউদ্দিন তাই হন্যে হয়ে খুঁজছেন টাকা। বড় বাজেট পেলেই পূরণ হবে তাঁর লক্ষ্য, কেটে যাবে ফুটবলের আকাশের মেঘ—এমনই দাবি বাফুফে সভাপতির।

জাতীয় দলের খেলোয়াড়দের অবস্থা জানতে আজ দুপুরে তিন ক্লাবের কোচ-কর্মকর্তাদের ফেডারেশন ভবনে ডেকেছিলেন সালাউদ্দিন। আলোচনার প্রথমভাগে বসুন্ধরা কিংস, আবাহনী ও শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এসব ক্লাবগুলোই মূলত জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ করে। ফুটবলের উন্নয়নে ক্লাব কর্মকর্তাদের আরও কাছে চান সালাউদ্দিন। জাতীয় দল নিয়ে ক্লাবগুলোর ভাবনাও জানতে চেয়েছেন তিনি। সালাউদ্দিন ক্লাবগুলোর কাছ থেকেও ‘শিখতে’ চান!

১২ বছর পেশাদার লিগ চলার পরও কেন জাতীয় দলের দুরবস্থা, ক্লাবের সঙ্গে ফেডারেশনের দূরত্ব কেন বাড়ছে—এ সব প্রশ্নের উত্তর খুঁজতেই সালাউদ্দিনের এই বৈঠক। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উন্নতি করতে হলে দুটো জিনিসের প্রয়োজন, স্বপ্ন আর টাকা। স্বপ্নকে সত্যি করতে হলে দরকার টাকার। আবার স্বপ্ন ছাড়া টাকা মূল্যহীন। আমরা আমাদের লক্ষ্য অনেক আগেই খুঁজে পেয়েছি। এখন দরকার টাকার। সেটা হলেই আমরা ভালো কিছুর আশা করতে পারি।’

করোনা পরিস্থিতি উন্নীত হলে টাকা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। সেই টাকা পেলেই ফুটবলের ‘শতভাগ’ উন্নতি হবে বলে ধারণা সালাউদ্দিনের।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে