হোম > খেলা > ফুটবল

বিতর্কিত পোস্ট দিয়ে কেন মুছে ফেললেন সাবিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সবাই যখন ভারতের বিপক্ষে জয় উদ্‌যাপনে ব্যস্ত, তখন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন যেন বিব্রতকর অবস্থায় পড়লেন। সেটা তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের কারণেই। পরবর্তীতে সেই পোস্ট মুছে দেন বাংলাদেশ অধিনায়ক। 

কেন সেই পোস্ট সাবিনা মুছে ফেললেন? কী লিখেছিলেন তিনি? ভারতকে হারানোর পর বাংলাদেশ অধিনায়কের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’ খেলা শেষ হওয়ার পর এই পোস্ট সাবিনার নজরে এলে তিনি দ্রুত সেটা ডিলিট করেন।

বাংলাদেশ অধিনায়ক নতুন করে আবার লেখেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমার পেজ থেকে আগে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। খেলা শেষ করে টিম হোটেলে আসার আগেই স্ট্যাটাসটি দেওয়া হয়, যা আমার নজরে আসা মাত্রই ডিলিট করেছি।’ 

নারী সাফের সেমিফাইনালে যেতে ভারতকে জিততে না দিলেই হতো বাংলাদেশকে। সেখানে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমির টিকিট কেটেছে সাবিনার বাংলাদেশ।  ১৮ মিনিটে প্রথম গোল করেন আফঈদা খন্দকার। এরপর ২৯ ও ৪২ মিনিটে জোড়া গোল করেন তহুরা খাতুন। এই ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার কৃতিত্বও কম নয়। ভারতের অনেক নিশ্চিত গোল তিনি প্রতিহত করেন।

ভারতকে উড়িয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠল বাংলাদেশ। এর আগে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। নারী সাফের শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশের জন্য টুর্নামেন্টে এটাই ছিল প্রথম ম্যাচ। 

আরও পড়ুন:

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি