হোম > খেলা > ফুটবল

বাংলাদেশিদের ভালোবাসা স্পর্শ করেছে সাদিও মানের হৃদয়

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশিদের ভালোবাসা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সাদিও মানে। ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে কদিন ধরেই একটা ভিডিও ভাইরাল। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের এক পডকাস্টে কথা বলেছেন সাদিও মানে। বিশেষ সেই সাক্ষাৎকারে অনেক কিছু নিয়েই মানে আলাপ-আলোচনা করেছেন। ফার্দিনান্দের সঙ্গে পডকাস্টে আলোচনায় বাংলাদেশিদের ভালোবাসা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন মানে।

ফার্ডিনান্ডের সঙ্গে মানের পডকাস্টটি প্রকাশ পেয়েছে গত পরশু। ভিডিওতে ৩৩ বছর বয়সী সেনেগালের তারকা ফরোয়ার্ড বলেন, ‘রমজানে এক দিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কয়েকজন আমাকে বললেন, ‘এদিকে এসে খেয়ে যান’। আমি বললাম, ‘বন্ধু..’। আমার কাছে মনে হচ্ছিল অপরিচিত মানুষদের সঙ্গে কী করে বসব। তাঁরা বললেন, ‘সমস্যা নেই।’ তাঁরা বাংলাদেশ থেকে এসেছিলেন। আমি তাদের সঙ্গে মজা করে বলছিলাম, ‘আমাকে চেনেন না। খেতে ডাকছেন যে।’

বাংলাদেশিদের এমন আপ্যায়ন কোথায়, কবে তিনি পেয়েছেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মানে। রিও ফার্ডিনান্ডের পডকাস্টে মানের কাছে প্রশ্ন রেখেছিলেন, ‘তাঁরা (বাংলাদেশি) কি তোমাকে সাদিও মানে মনে করেছিলেন নাকি অন্য কেউ?’ মানে উত্তরে তখন বলেন, ‘তাঁরা আমাকে চিনতেনই না। সবাই একসঙ্গে মিলেমিশে বাস করে ও একে অন্যকে সহায়তা করেন। এমন সংস্কৃতি আছে তাদের। এটা আমার হৃদয় স্পর্শ করেছে।’

ক্লাব ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬১২ ম্যাচ খেলেছেন মানে। সবচেয়ে বেশি ২৬৯ ম্যাচ খেলেছেন লিভারপুলের জার্সিতে। লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মানে পুরোনো এক তথ্য প্রকাশ করেছেন। মানে বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে আমি প্রায় যোগ দিয়েই ফেলেছিলাম। কিন্তু তৎকালীন কোচ ইউর্গেন ক্লপের কাছ থেকে একটা ফোন কলই সবকিছু বদলে দিয়েছিল। তাতেই লিভারপুলে গিয়েছিলাম। সালাহর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ছিল।’

ক্লপও আর লিভারপুলে নেই। গত বছরের জুনে লিভারপুলের কোচ হয়েছেন আর্নে স্লট। ক্লপ ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত লিভারপুল কোচের দায়িত্ব ছিলেন। আর মানে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত লিভারপুলে খেলেছেন। পরবর্তীতে বায়ার্ন মিউনিখে ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত খেলার পর আল নাসরে চলে যান তিনি। আল নাসরের জার্সিতে ২০২৩ থেকে শুরু করে এখন পর্যন্ত ১০৮ ম্যাচ খেলেছেন। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, সেটা নিয়েও ফার্ডিনান্ডের সঙ্গে পডকাস্টে কথাবার্তা বলেছেন মানে।

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল