হোম > খেলা > ফুটবল

বুকে ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে বসুন্ধরা কিংসের সভাপতি

ক্রীড়া ডেস্ক    

বুকে ব্যথা নিয়ে হাসপাতালের ভর্তি বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ছবি: সংগৃহীত

বুকে ব্যথা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।

জানা গেছে, হঠাৎ বুকে অনেক ব্যথা অনুভব করছিলেন ইমরুল। তারপর আজ সকালে দ্রুত তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে ইমরুলকে। আগামী ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

কিছুদিন আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়েছিল তাঁর। বসানো হয়েছিল একটি রিং। তাঁকেও সাভার কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে পরে এভারকেয়ার হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তামিম অবশ্য চিকিৎসা শেষে ঈদের আগেই বাসায় ফিরেছেন।

ইমরুলের কী হয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে তাঁকেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সে রিপোর্ট পেলে জানা যাবে কী সমস্যা তাঁর।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো