হোম > খেলা > ফুটবল

ঠিক হলো ব্যালন ডি’অর ঘোষণার দিনক্ষণ, থাকছে নতুন চমক

ক্রীড়া ডেস্ক    

ঠিক হলো ব্যালন ডি’অর ঘোষণার দিনক্ষণ। ছবি: ফাইল ছবি

ক্লাব ফুটবলের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। ব্যালন ডি’অর কার হাতে উঠবে এবার, সে আলোচনাও এরই মধ্যে শুরু হয়ে গেছে। স্বীকৃতির পুরস্কার যাঁর হাতে উঠুক, তবে এ পুরস্কার ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও উয়েফা। আগামী ২২ সেপ্টেম্বর দেওয়া হবে চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে এবার আরও নতুন চমকও রাখছে কর্তৃপক্ষ। পুরুষদের সমান সংখ্যক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে মেয়েদেরও। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও উয়েফা জানিয়েছে, এ বছর নারী ও পুরুষ খেলোয়াড়দের জন্য সমান সংখ্যক পুরস্কার থাকবে। প্রথমবারের মতো সেরা নারী গোলরক্ষক, সেরা উদীয়মান নারী খেলোয়াড় এবং ক্লাব বা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নারী খেলোয়াড়—এই তিনটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে।

এর ফলে পুরুষ ও নারী খেলোয়াড়দের জন্য মোট ছয়টি করে পুরস্কার থাকবে। এ ছাড়াও থাকবে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’ যা পুরুষ ও নারী উভয়ের জন্য উন্মুক্ত। এই পুরস্কারটি সমাজে সংহতি ও সহানুভূতির প্রচারে ভূমিকার জন্য প্রদান করা হয়। উয়েফা জানিয়েছে, পুরস্কারের জন্য মনোনয়ন তালিকা প্রকাশিত হবে আগস্টের শুরুতে।

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি