হোম > খেলা > ফুটবল

পচেত্তিনোর বিদায়ে মেসিদের নতুন কোচ গালতিয়ের

আসন্ন মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই নতুন কোচ আগেই ঠিক করে রেখেছিল। এমনকি ইউরোপীয় সংবাদমাধ্যমে ক্রিস্টোফার গালতিয়েরের নামও জানা গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করার। সেটা এত দিন সম্ভব হয়ে ওঠেনি মরিসিও পচেত্তিনোর কারণে। মঙ্গলবার ক্লাবটি আর্জেন্টাইন কোচকে ছাঁটাই করার পর গালতিয়েরকে ডাগআউটের দায়িত্ব দিয়েছে পিএসজি।

ফরাসি লিগে গালতিয়ের কোচ হিসেবে বেশ সুপরিচিত। তিনি ২০২০-২১ মৌসুমে লিগ ওয়ানে লিলেকে চ্যাম্পিয়ন করেছেন। গত মৌসুম নিসের দায়িত্ব পালন করেছেন ফ্রান্সের এ কোচ। লিওনেল মেসি-কিলিয়েন এমবাপ্পে-নেইমারদের নতুন মৌসুম শুরু হবে তাঁর নেতৃত্বে। পিএসজি ৫৫ বছর বয়সী কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। পাশাপাশি বাড়তি এক মৌসুম দায়িত্ব পালনের সুযোগও পাবেন তিনি।

চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় গত কয়েক মৌসুমে প্রচুর টাকা ঢেলেছে পিএসজি। এরপরও অবশ্য সাফল্যের দেখা পায়নি তারা। দলে তারকা ফুটবলারের অভাব নেই। এমবাপ্পে, নেইমাররা ছিলেন আগে থেকেই। আবার গত মৌসুমে দলে টেনেছেন ফুটবল জাদুকর মেসিকেও। সঙ্গে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতাসম্পন্ন সার্জিও রামোসকে নিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

পচেত্তিনো মাত্র এক মৌসুম পিএসজির দায়িত্বে ছিলেন। ক্লাবের সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ ছিল ৫০ বছর বয়সী কোচের। তাঁকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি এক বিবৃতি দিয়ে। তারা বিবৃতিতে বলেছে, ‘তাঁর ভবিষ্যতের জন্য ক্লাব শুভেচ্ছা জানাচ্ছে। তিনি ও তাঁর স্টাফরা ক্লাবের জন্য অনেক শ্রম দিয়েছেন।’

 

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী