হোম > খেলা > ফুটবল

গার্দিওলার প্রত্যাখ্যানের পর পিএসজির পথে মেসি!

বার্সেলোনার দরজা বন্ধ হয়ে যাওয়ার পর সবার চোখ ছিল লিওনেল মেসির নতুন গন্তব্যের দিকে। এ তালিকায় সবার ওপর নাম ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার সিটির। তবে মেসিকে সম্ভাব্য গন্তব্যের তালিকা থেকে ম্যানসিটির নামটা বাদ দিতেই হচ্ছে। পেপ গার্দিওলা জানিয়েছেন, মেসি এখন তাঁদের ভাবনায় নেই। 

গার্দিওলা ফিরিয়ে দিলেও মেসিকে দলে টানার সুযোগ হাতছাড়া করতে চাইছে না পিএসজি। ইউরোপিয়ান সংবাদমাধ্যম ও ফুটবল বিশ্লেষকেরা বলছেন, এরই মধ্যে পিএসজির যাওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছেন মেসি। 
ইতালিয়ান ফুটবল বিশ্লেষক ফাবরিজিউ রোমানো বলেছেন, ‘এখন পর্যন্ত একমাত্র পিএসজিই মেসিকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তারা মেসির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করতে আগ্রহী।’ 

মেসির পিএসজিতে যাওয়ার খবর নিশ্চিত করেছেন ক্লাবটির মালিক নাসের আল–খেলাইফির ভাই খালিদ বিন হামিদও। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘দর কষাকষি আনুষ্ঠানিকভাবে শেষ। ঘোষণা আসছে।’ 

এর আগে গতকাল মেসির সিটিতে যাওয়ার সম্ভাবনায় ইতি টেনে গার্দিওলা বলেন, ‘গ্রিলিশের জন্য আমরা অনেক খরচ করেছি। সে আমাদের ১০ নম্বর জার্সি পরবে। আমরা গ্রিলিশের ওপর আস্থা রাখছি। আমরা ভেবেছিলাম মেসি বার্সাতেই থাকবে। এই মুহূর্তে মেসি আমাদের ভাবনায় নেই।’ 

এ সময় গার্দিওলা আরও যোগ করে বলেন, ‘প্রেসিডেন্টের নিশ্চিতভাবে পরিষ্কার কারণ রয়েছে। আমি খেলোয়াড় কিংবা কোচের সঙ্গে কথা বলিনি, তাই আমি জানি না কি হয়েছে। কিন্তু যখন আপনার অনেক অর্থ হারাতে হয়, তখন এই ধরনের সিদ্ধান্ত নিতেই হয়।’ 

নিজের ক্লাবে নিতে না পারলেও মেসিকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি গার্দিওলা, ‘বার্সেলোনাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি মেসি ধন্যবাদ জানাই। আমি বাকি ক্যারিয়ারে জন্য তাঁকেও শুভেচ্ছাও জানাচ্ছি।’

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...