হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার মাটিতে হবে ব্রাজিলের উৎসব

ক্রীড়া ডেস্ক    

আজ রাতে লিবার্তোদোরেসের ফাইনালে মুখোমুখি হবে মিনেইরো-বোতাফোগো। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার রিভার প্লেট স্টেডিয়ামে হবে এবারের কোপা লিবার্তোদোরেসের ফাইনাল। তবে সেই ফাইনালে নেই আর্জেন্টিনার কোনো দল। শিরোপা লড়াইয়ে নামবে ফুটবলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের দুই ক্লাব আতলেতিকো মিনেইরো ও বোতাফোগো। যে জিতুক, বুয়েনস এইরেসে যে হবে ব্রাজিলিয়ানদের উৎসব!

আজ রাত ২টায় হবে লাতিন ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই ফাইনাল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন সময় পার করছে ব্রাজিল। তবে লাতিন ক্লাব লড়াইয়ে দৃশ্যটা ভিন্ন। সাম্প্রতিক কয়েক বছরে সেখানে একক আধিপত্য ব্রাজিলিয়ানদের। এ নিয়ে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবার অল-ব্রাজিল হচ্ছে লিবার্তোদোরেসে। এবারের ফাইনালে যে জিতুক, এ নিয়ে টানা ষষ্ঠবার এই টুর্নামেন্টের শিরোপা যাবে ব্রাজিলে।

লিবার্তোদোরেসের ৬৪ বছরের ইতিহাসে ব্রাজিলিয়ানদের এই সাফল্যকে অভূতপূর্ব বলায় যায়। টুর্নামেন্টের গত ফাইনালে মারাকানায় ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে হারে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। আর্জেন্টিনার ঘরে সবশেষ এই শিরোপা গেছে ২০১৮ সালে। সেবার বুয়েনস এইরেস ও মাদ্রিদে দুই লেগের ফাইনালে বোকা জুনিয়র্সকে হারিয়েছিল রিভার প্লেট।

তবে এর পর থেকে হয়ে আসছে এক লেগের ফাইনাল। সেখানে একক আধিপত্য শুধু ব্রাজিলের। অবশ্য লিবার্তোদোরেসের সর্বোচ্চ ২৫ শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে। তাদের চেয়ে একটি কম শিরোপা জিতেছে ব্রাজিলিয়ানরা। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছে তারা।

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ