হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার মাটিতে হবে ব্রাজিলের উৎসব

ক্রীড়া ডেস্ক    

আজ রাতে লিবার্তোদোরেসের ফাইনালে মুখোমুখি হবে মিনেইরো-বোতাফোগো। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার রিভার প্লেট স্টেডিয়ামে হবে এবারের কোপা লিবার্তোদোরেসের ফাইনাল। তবে সেই ফাইনালে নেই আর্জেন্টিনার কোনো দল। শিরোপা লড়াইয়ে নামবে ফুটবলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের দুই ক্লাব আতলেতিকো মিনেইরো ও বোতাফোগো। যে জিতুক, বুয়েনস এইরেসে যে হবে ব্রাজিলিয়ানদের উৎসব!

আজ রাত ২টায় হবে লাতিন ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই ফাইনাল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন সময় পার করছে ব্রাজিল। তবে লাতিন ক্লাব লড়াইয়ে দৃশ্যটা ভিন্ন। সাম্প্রতিক কয়েক বছরে সেখানে একক আধিপত্য ব্রাজিলিয়ানদের। এ নিয়ে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবার অল-ব্রাজিল হচ্ছে লিবার্তোদোরেসে। এবারের ফাইনালে যে জিতুক, এ নিয়ে টানা ষষ্ঠবার এই টুর্নামেন্টের শিরোপা যাবে ব্রাজিলে।

লিবার্তোদোরেসের ৬৪ বছরের ইতিহাসে ব্রাজিলিয়ানদের এই সাফল্যকে অভূতপূর্ব বলায় যায়। টুর্নামেন্টের গত ফাইনালে মারাকানায় ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে হারে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। আর্জেন্টিনার ঘরে সবশেষ এই শিরোপা গেছে ২০১৮ সালে। সেবার বুয়েনস এইরেস ও মাদ্রিদে দুই লেগের ফাইনালে বোকা জুনিয়র্সকে হারিয়েছিল রিভার প্লেট।

তবে এর পর থেকে হয়ে আসছে এক লেগের ফাইনাল। সেখানে একক আধিপত্য শুধু ব্রাজিলের। অবশ্য লিবার্তোদোরেসের সর্বোচ্চ ২৫ শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে। তাদের চেয়ে একটি কম শিরোপা জিতেছে ব্রাজিলিয়ানরা। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছে তারা।

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...