হোম > খেলা > ফুটবল

মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির বড় জয়

কিলিয়ান এমবাপ্পের ঝড়ে উড়ে গেল লরিয়েঁ। ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি ও নেইমারও। এই প্রথম একই ম্যাচে গোল পেলেন এই ত্রয়ী। এই ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সে গতরাতে লিগ ওয়ানে লরিয়েঁর বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুটি করে গোল করেন এমবাপ্পে আর নেইমার। অন্যটি এসেছে মেসির পা থেকে। 

পয়েন্ট তালিকার ১৬ নম্বরে থাকা লরিয়েঁর বিপক্ষে গত ডিসেম্বরে ১-১ ড্র করেছিল পিএসজি। এবার তাদের উড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল ফরাসি জায়ান্টরা। 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একেক আধিপত্য দেখিয়েছে পিএসজি। ১২ মিনিটে প্রথম গোল পায় মরিসিও পচেত্তিনোর দল। এই গোলে অবদান ছিল মেসি-নেইমার-এমবাপ্পে তিনজনেরও। তবে বল জালে জড়িয়েছে ব্রাজিলয়ান ফরোয়ার্ড। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। 

 ৫৬ মিনিটে এবার পিএসজির জালে বল জড়ায় লরিয়েঁ। আশরাফ হাকিমির ব্যাক ভুলে টেরিম মফি গোল করলে ২-১ করে আশা জাগিয়েছিল লরিয়েঁ। কিন্তু ৬৭ মিনিটে এমবাপ্পে স্বপ্ন ভেঙে দেন অতিথিদের। ৬ মিনিট পর এবার মেসির ঝলক। গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-১ করেন নেইমার। 

পিএসজি সম্পর্কিত পড়ুন:

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে