হোম > খেলা > ফুটবল

প্রত্যাবর্তনের ম্যাচে ইউনাইটেডের জয়, আর্সেনালের ড্র

দর্শকেরা নড়চড়ে বসার আগেই গোল, লন্ডন থেকে ম্যানচেস্টার—আজ রাতে এই দৃশ্য ছিল একই সময়ে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ম্যাচে। এমিরটসে ম্যাচের প্রথম মিনিটে আর্সেনালের জালে বল পাঠিয়েছিল ফুলহাম আর ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যাম ফরেস্ট দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। 

চতুর্থ মিনিটে ফরেস্টের ব্যবধানটা দাঁড়ায় ২-০। তবে শুরুতে গোল হজম করলেও চমৎকার প্রত্যাবর্তনের গল্প লিখেছে দুই ইংলিশ জায়ান্ট। তবে ইউনাইটেড জিতলেও পয়েন্ট ভাগাভাগি করেছে গানাররা। আর্সেনাল নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে ফুলহামের সঙ্গে। আর ইউনাইটেড ৩-২ গোলে ফরেস্টকে। 

দুই ম্যাচেই দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন ফুলহাম ও ফরেস্টের দুই খেলোয়াড়। ৬৭ মিনিটে জো ওয়ারেলকে হারায় ফরেস্ট। তার আগেই সমতায় ফেরে রেড ডেভিলরা। ১৭ মিনিটে একটি গোল শোধ দেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ৫২ মিনিটে ব্যবধানটা ২-২ করেন কাসেমিরো। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডের জয়সূচক গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় এরিক টেন হাগের দল। 

তবে জয় হাতছাড়া হয়েছে আর্সেনালের। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন বুকায়ো সাকা। দুই মিনিট পর তাদের ব্যবধান দ্বিগুণ করেন এডি এনকেটিয়া। তবে ৮৭ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান হোয়াও পালহিনহা। তার চার মিনিট আগে ১০ জনের দল হয়ে পড়েছিল তারা। তবে অতিরিক্ত ১৭ মিনিট খেলা হলও এগিয়ে যেতে পারেনি গানাররা। 

টানা দুই জয়ের পর ড্র করা আর্সেনাল চলতি মৌসুমে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এক ম্যাচ পর জয়ে ফেরা ইউনাইটেড ৬ পয়েন্ট নিয়ে পাঁচে। শীর্ষে থাকা টটেনহাম আজ ২-০ গোলের জয় পেয়েছে বোর্নমাউথের মাঠে।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর