হোম > খেলা > ফুটবল

হামজার লেস্টার ছেড়ে যাচ্ছেন ভার্ডি

ক্রীড়া ডেস্ক    

লেস্টার সিটির জার্সিতে এটাই শেষ মৌসুম জেমি ভার্ডির। ফাইল ছবি

মাঝখানে নাই হয়ে গেছে ৯ বছর। তারপরও ২০১৬ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের রূপকথার গল্প ফুটবলপ্রেমীদের ভুলে যাওয়ার কথা নয়। যা কখনো ভাবা যায়নি, সেবার সেটাই করেছিল লেস্টার। বড় বড় সব ফুটবল পণ্ডিতদের হিসেব-নিকেশ উল্টে দিয়ে জিতে নিয়ে লিগ শিরোপা।

লেস্টারের সেই সাফল্যে মাঠের অন্যতম কারিগর ছিলেন জেমি ভার্ডি। বাংলাদেশের হামজা চৌধুরীর এক সময়ের ক্লাব সতীর্থ ৩৮ বছর বয়সী চলতি মৌসুম শেষেই ছেড়ে যাচ্ছেন লেস্টার। ২০১২ সালে ফ্লিটউড টাউন থেকে ১০ লাখ পাউন্ডের লেস্টারে যোগ দিয়েছিলেন। ১৩ বছরের লেস্টার অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯৬ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৯৮টি। লেস্টারের জার্সি এটাই সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এবার অবনমন নিশ্চিত হওয়া লেস্টার ভার্ডির ক্লাব ছেড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ভার্ডিকে নিজেদের ‘সর্বকালের সেরা’ খেলোয়াড়ের আখ্যা দিয়ে লেস্টার বলেছে, ‘আমরা নিশ্চিত করতে করতে পারি যে কিংবদন্তি স্ট্রাইকার জেমি ভার্ডি এই গ্রীষ্মেই লেস্টার সিটি ছেড়ে যাচ্ছেন। ১৩টি মৌসুম এখানে খেলে তাঁকে আমরা আমাদের সর্বকালের সেরা খেলোয়াড় হয়ে উঠতে দেখেছি।’

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে